ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাটিংয়ে প্রায় সব রেকর্ডই শচীন টেন্ডুলকারের দখলে। তার রেকর্ড ভাঙা সহজ নয়। তবে রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজ সেরা হয়ে সাবেক ভারতীয় কিংবদন্তির পাশে বসেছেন সাকিব আল হাসান। ২০০ টেস্টের ক্যারিয়ারে টেন্ডুলকার পাঁচবার সিরিজ সেরা হয়েছেন। সাকিব আল হাসানও টেস্টে পাঁচবার সিরিজ সেরা হলেন। যদিও এ রেকর্ডে সবার ধরা ছোয়ার বাইরে মুত্তিয়া মুরালিধরন। কেননা সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি যে ১১ বার ম্যাচ সেরা হয়েছেন।
মুরালিকে না ছুঁতে পারলেও হয়তো দুঃখ থাকবে না সাকিবের। কেননা এ বাঁহাতি এরইমধ্যে পাঁচবার সিরিজ সেরা হয়ে বসেছেন রথী-মহারথীর পাশে। তাদের মধ্যে অন্যতম, গ্লেন ম্যাকগ্রা, ওয়াকার ইউনিস, ডেল স্টেইন, রঙ্গনা হেরাথ, জেমস অ্যান্ডারসন। ব্যাটসম্যানদের মধ্যে ৫ বার করে ম্যাচ সেরা হয়েছেন গ্রাহাম গুচ, মাইকেল ক্লার্ক, বীরেন্দর শেবাগ, অ্যান্ড্রু স্ট্রাউস।
আন্তর্জাতিক ক্রিকেটে (তিন ধরনের ফরম্যাট মিলিয়ে) সাকিব এ নিয়ে ১২ বার সিরিজ সেরা হয়েছেন। এদিক দিয়ে সাকিব উঠে এলেন সেরা পাঁচে। ১৯ বার সিরিজ সেরা হয়ে সবার ওপরে আছেন টেন্ডুলকারই। সাকিবের ওপরে থাকা বাকি তিনজন হলেন জ্যাক ক্যালিস (১৪), সনাৎ জয়াসুরিয়া (১৩) ও বিরাট কোহলি (১৩)।
টেস্টে আরেকবার সিরিজ সেরা হলেই সাকিব বসবেন কার্টলি অ্যামব্রোস, ম্যালকম মার্শাল, স্টিভ ওয়াহ্র মতো আইসিসির তিন হল অব ফেমের কিংবদন্তির পাশে।
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্টে প্রথম সেরা হয়েছিলেন সাকিব। ২০১১ সালে ফিরতি সিরিজে ঘরের মাঠেও তিনি হয়েছিলেন সিরিজ সেরা। তৃতীয়বার সিরিজ সেরার স্বাদ পান এ বাঁহাতি ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর গত বছর শ্রীলঙ্কার মাটিতে টাইগার টেস্ট অধিনায়ক পেয়েছিলেন সিরিজ সেরার স্বাদ।
Discussion about this post