ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নতুন মিশনে দেশ ছেড়েই বেশ আত্ম প্রত্যয়ী মুশফিকুর রহীম। ক্যারিয়ারে এ পর্যন্ত তিনটি বিশ্বকাপ খেলেছেন তিনি। সেই সংখ্যাটা চারে রূপ দিতে দেশ ছেড়েছেন সতীর্থদের সঙ্গে। দেশীয় সিরিজ খেলতে পৌঁছেছেন আয়ারল্যান্ড। সেখান থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবেন। তার আগে ভক্তদের উদ্দেশ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন-‘লড়াইটা দেশের জন্য। বাংলাদেশের জন্য।’ দেশ ছাড়ার আগে আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে ভালো করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর দোয়া চেয়েছিলেন মুশফিক, ‘মিশন আয়ারল্যান্ড ও বিশ্বকাপ। সবাই আমাদেরকে নিজেদের প্রার্থনায় রাখবেন।’
জানালেন দলের জন্য বড় সাফল্য নিয়েই ফিরতে চান। বলেন, ‘দেখুন, বাংলাদেশের হয়ে যে কোনো আন্তর্জাতিক ম্যাচই গর্ব ও সম্মানের ব্যাপার। আর বিশ্বকাপ তো অবশ্যই বড় মঞ্চ। আমরা কয়েকজন আছি চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছি। আমাদের ইচ্ছে আছে এটাকে স্মরণীয় করে রাখার ও শেষ পর্যন্ত যাওয়ার। আমার মনে হয়, এটা অসাধ্য কিছু নয়। অবশ্যই কঠিন, তবে এটা কোনভাবেই অসম্ভব নয়।’
এর আগে ২০১৫ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপে মুশফিকের ব্যাট থেকে আসে ২৯৮ রান। যা ছিল দেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। স্ট্রাইক রেট ১০৫.৬৭! যদিও তিনটি বিশ্বকাপ খেললেও এখনও দেখা মিলেনি শতরানের। এভাব এই অভাব দূর করতে চান তিনি।
Discussion about this post