ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জয়ের ধারায় রয়েছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। শনিবার তারা ৩ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক সিসি’কে। এই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল গাজী ট্যাংক। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২। সমানসংখ্যক ম্যাচ খেলে প্রাইম ব্যাংকের পয়েন্ট ৮। দিনের আরেক ম্যাচে শেখ জামালের বিপক্ষে ৬ রানে জিতেছে ভিক্টোরিয়া।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সকালে টস হেরে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ৫০ ওভারে তুলে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান। রবি বোপারা করেছেন ২৬ রান। তৈয়বুর রহমানের ব্যাট থেকে আসে ৬৩ রান। ৩ উইকেট নিয়েছেন জ্যাকব ওরাম। দুটি আরাফাত সানির। জবাবে ব্যাট করতে নেমে গাজী ট্যাংক ৭ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষ্যে। ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় দল। এরপর রাকিবুল হাসান এবং আসহার জাইদি জুটি জমা করেন ১১৪ রান। আসহার জাইদি ফিরে যান ৬৮ রানে। রাকিবুল হাসানের ব্যাট থেকে আসে ৫৫ রান। হামিদুল ইসলাম করেন ১৫ রান। ১০ বল বাকি থাকতেই ৭ উইকেটে ১৯২ রান তুলে জয়ের ঠিকানায় পৌঁছে যায় গাজী ট্যাংক।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক : ১৯১/৮, ৫০ ওভার (তৈয়বুর ৬৩, বোপারা ২৬, মাহমুদুল ২৬*; ওরাম ৩/২৮, সানি ২/৩০)।
গাজী ট্যাংক : ১৯২/৭, ৪৮.২ ওভার (জাইদি ৬৮, রকিবুল ৫৫; বোপারা ৩/৩৩)।
ফল : গাজী ট্যাংক ৩ উইকেটে জয়ী। ম্যাচসেরা : আসহার জাইদি।
দিনের আরেক খেলায় রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ভিক্টোরিয়া লড়ছে শেখ জামালের সঙ্গে। ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়া ৪৬ ওভারে অলআউট হয়ে তুলেছে ২৫১ রান। জুবায়ের আহমেদ করেছেন ৮৯। জবাবে ব্যাট করতে নেমে শেখ জামাল ৪৯.১ ওভারে অলআউট হয়ে তুলে ২৪৫ রান। আট ম্যাচে ভিক্টোরিয়ার পয়েন্ট ৯।
সংক্ষিপ্ত স্কোর
ভিক্টোরিয়া : ২৫১/১০, ৪৬.২ ওভার ( জুবায়ের ৮৯*, আবিরত্মে ৫৯; নাইব ২/৪৭, নাহিদুল ২/২৯)।
শেখ জামাল : ২৪৫/১০, ৪৯.১ ওভার (চিগুম্বুরা ৯১, নাহিদুল ৪৭, জুনায়েদ ৪৮; রবিউল ৪/৫০, মনির ২/২২, শাকের ২/২৯)।
ফল : ভিক্টোরিয়া ৬ রানে জয়ী। ম্যাচসেরা : জুবায়ের আহমেদ।
Discussion about this post