ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুই বিদেশি ক্রিকেটের হাত ধরেই হাসিমুখে মাঠ ছেড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। শুরুতে এভিন লুইস দাপুটে সেঞ্চুরি। এরপর হ্যাটট্রিক পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের। তারই পথ ধরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।খুলনা টাইটানসকে উড়িয়ে দিয়ে অনায়াস এক জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসের দল। ৮০ রানে জয় নিয়ে মাঠ ছেড়েছে সাবেক চ্যাম্পিয়নরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুুরতে ব্যাট করতে নেমে লুইসের (১০৯*) শতরানে নির্ধারিত ২০ ওভারে কুমিল্লা তুলে ৫ উইকেটে ২৩৭ রান। যা কীনা বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। জবাবে খুলনা ১৮ ওভার ৫ বলে অলআউট হয়ে তুলে ১৫৭ রান।
ঝড় তোলার আগে সোমবার শুরুটা ধির গতির ছিল লুইসের। কিন্তু মানিয়ে নিতেই চট্টগ্রামের ব্যাটিং উইকেটে দেখিয়ে দেন যোগ্যতার পরিধি। এভাবেই ৪৯ বলে ১০ ছয় ও পাঁচ চারে ১০৯ রানে অপরাজিত থাকেন এই ক্যারিবিয় ব্যাটসম্যান। বিপিএলে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
ক্রিস গেইলের পর কেবল তিনিই একাধিক সেঞ্চুরি করলেন বিপিএলে। বল হাতে ওয়াহাব রিয়াজ ১৯তম ওভারে পরপর তিন বলে ডেভিড ভিসা, তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাদ্দামকে ফিরিয়ে হ্যাটট্রিক করে খুলনার ইনিংস গুটিয়ে দেন। এবারের বিপিএলে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। আগের হ্যাটট্রিকটি করেন ঢাকা ডায়নামাইটসের স্পিনার আলিস ইসলাম।
শুরুতেই তামিম ইকবালের সঙ্গে ৫৮ রানের জুটিতে লুইস পথ দেখান। ২৯ বলে ৫ চারে ২৫ রান করে মাহমুদউল্লাহর বলে আউট তামিম। পরের বলেই খুলনা অধিনায়ক এনামুলকে বিদায় করেন। তাকে হ্যাটট্রিক করতে দেননি ইমরুল কায়েস। এনামুলের বিদায়ের পর ঝড় তোলেন লুইস। অধিনায়ক ইমরুলও ছিলেন ছন্দে! তাদের দৃঢ়তায় ৭ ওভারে ৯৭ রান করে কুমিল্লা। ইমরুল ২১ বলে চারটি ছয়ও দুটি চারে করেন ৩৯ রান। তারপর শামসুর রহমানকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৪ ওভারে ৫৯ রান করেন লুইস। আর কুমিল্লা তুলে ২৩৭!
এর আগে হতাশায় ডুবেন খুলনার বোলার মোহাম্মদ সাদ্দাম। এক ওভারে ২৮ রান নেন লুইস। তার মধ্যে ছিল চারটি ছয়ের মার। শেষ পর্যন্ত খুলনার এ পেসার ৪ ওভারে দেন ৫৯ রান। বিপিএলের ইতিহাসে এটাই সবচেয়ে খরুচে বোলিং। এরমধ্যে এক বলে ১৪ রান আসে!
সংক্ষিপ্ত স্কোর-
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ২০ ওভারে ২৩৭/৫ (তামিম ২৫, লুইস ১০৯*, এনামুল ০, ইমরুল ৩৯, থিসারা ১১, আফ্রিদি ১, শামসুর ১৫; শরিফুল ৪-০-৫৩-১, সাদ্দাম ৪-০-৫৯-০, ভিসা ৪-০-৪৯-০, মাহমুদউল্লাহ ৪-০-৩২-০, ব্র্যাথওয়েট ৪-০-৪২-২)
খুলনা টাইটানস: ১৮.৫ ওভারে ১৫৭ (টেইলর ৫০, জুনায়েদ ২৭, মালান ১৩, মাহমুদউল্লাহ ১১, ব্র্যাথওয়েট ২২, শান্ত ১৪, ভিসা ৮, আরিফুল ২, তাইজুল ১, শরিফুল ০*, সাদ্দাম ০; সাইফ ৩-০-২৯-১, মেহেদি ৪-০-২৮-১, শহীদ ২-০-২৪-০, ওয়াহাব ২.৫-০-১৪-৩, আফ্রিদি ৪-০-২৭-৩, থিসারা ৩-০-২৮-১)
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮০ রানে জয়ী
ম্যাচসেরা: এভিন লুইস
Discussion about this post