ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অসাধারণ এক সূচনা হয়েছিল বাংলাদেশের। এশিয়া কাপের আগের ম্যাচগুলোর ব্যর্থতা কাটিয়ে ওপেনিংয়ে অসাধারন এক সূচনা এনে দেন লিটন দাস ও চমক হিসেবে আসা মেহেদী হাসান মিরাজ। তারা শতরানের জুটি গড়লেও এরপরের ব্যাটসম্যানরা সুপার ফ্লপ! তাইতো দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেও শেষটা ভাল করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ৪৮.৩ ওভারে অলঅাউট হয়ে ২২২ রানে থামে টাইগাররা।
শুক্রবার দুবাইয়ে প্রথম হাফসেঞ্চুরিরও দেখা মিলেছিল লিটনের। ভারতের বিপক্ষে ফাইনালের মতো বড় মঞ্চে তুলেন প্রথম ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি। আর এই ইনিংসটিকেই শতরান বানিয়ে ফেলেন তিনি। ৩৩ বলে ৬ চার ও ২ ছক্কায় পঞ্চাশ। তারপর ৮৭ বলে করেন ১০০।
লিটন-মেহেদী জুটি মিলে করেন ১২০ রান। এটি ২০১৬ সালের পর ওয়ানডেতে টাইগারদের প্রথম শতরানের জুটি। এবারের এশিয়া কাপে বাংলাদেশের আগের উদ্বোধনী জুটিগুলো ছিল ১, ১৫, ১৫, ১৬, ৫ রানের!
ম্যাচে সাকিব আল হাসান, তামিম ইকবাল। তারপরও শুরুটা বেশ ভাল ছিল বাংলাদেশের। ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামা মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস। তারা ২০.৫ ওভারে দলীয় স্কোর বোর্ডে যোগ করেন ১২০ রান। ৫৯ বলে ৩ চারে ৩২ রানে থামেন মিরাজ। এর কিছুক্ষণ পরই চেহালের বলে এলবিডব্লিয়ের ফাঁদে পড়ে ফিরে যান ইমরুল কায়েস।
এরমধ্যে ১২১ রান করে সাজঘরে ফিরেন লিটন। তবে তার আউটটি নিয়ে বিতর্ক ছড়িয়েছে। থার্ড আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ফিরে যান তিনি।
ভারতের কুলদীপ যাদব ১০ ওভারে ৪৫ রানে নেন ৩ উইকেট। কেদার যাদব নেন ৪১ রানে ২ উইকেট।
বাংলাদেশ: ৪৮.৩ ওভারে ২২২ (লিটন ১২১, মিরাজ ৩২, ইমরুল ২, মুশফিক ৫, মিঠুন ২, মাহমুদউল্লাহ ৪, সৌম্য ৩৩, মাশরাফি ৭, নাজমুল ৭, মুস্তাফিজ ২*, রুবেল ০; ভুবনেশ্বর ০/৩৩, বুমরাহ ১/৩৯, চেহেল ১/৩১, কুলদীপ ৩/৪৫, জাদেজা ০/৩১, কেদার ২/৪১)
Discussion about this post