রোজার আগেই ব্যস্ত হয়ে উঠবে ঢাকার ঘরোয়া ক্রিকেট। ১৫ মার্চ থেকে শুরু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)। তার আগেই অবশ্য জাতীয় দলের ক্রিকেটাররা শুরু করে দেবেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। ২৪ ফেব্রুয়ারি ঢাকা আসছে ইংলিশরা। ১ মার্চ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বেন তামিম ইকবাল-তাসিকিন আহমেদরা। দেশের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে,৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে টাইগারা।
সিরিজ শেষে ৪ দিনের বিশ্রাম নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে হোমে ৩ ম্যাচের ওয়ানডে, ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলে আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ দল।
আসছে ১ মার্চ থেকে মে অব্দি জাতীয় ক্রিকেট দল খেলবে ৯ ওয়ানডে, ৬ টি-টুয়েন্টি এবং ১ টেস্ট। তখন জাতীয় দলের ক্রিকেটারদের বাদ দিয়েই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চলবে। ১৫ মার্চ থেকে লিগ শুরু করে ৬ মে লিগ শেষ করতে চায় আয়োজক সিসিডিএম।
তার আগে ১ও ২ মার্চ ক্রিকেটারদের দল-বদল। ক্রিকেটারদের দল-বদল উন্মুক্ত। কোনো পুল নেই। লিগে বিদেশি ক্রিকেটারদের রেজিষ্ট্রেশন উন্মুক্ত। যদিও ১ জন বিদেশি খেলতে পারবে প্রতি ম্যাচে এক দলে।
সিসিডিএম’র সদস্য সচিব আলী হোসেন বলছিলেন, ‘জাতীয় দলের ক্রিকেটারদের কতোদিন পাওয়া যাবে না, তা ক্লাবগুলোকে জানিয়ে দিয়েছি। ক্লাবগুলো এসব মেনে ১৫ মার্চ থেকে লিগ খেলতে রাজি হয়েছে।’
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্ব ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। সুপার লিগ এবং রেলিগেশন লিগ শুরু রোজার ঈদের ছুটি শেষে। প্রথম পর্ব এবং সুপার লিগের মধ্যে বিরতি ৭ দিন। প্রথম পর্বে থাকছে না রিজার্ভ ডে। ঝড়-বৃষ্টির শঙ্কা থাকায় সুপার লিগে প্রতি রাউন্ডে থাকবে রিজার্ভ ডে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, বিকেএসপি থ্রি ও ফোর ছাড়াও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে প্রিমিয়ার লিগের ম্যাচ।
গত ডিপিএল করোনার কারণে হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। এবার হবে আগের মতো ওয়ানডে ফরম্যাটে হবে।
Discussion about this post