ক্রিকবিডি২৪.কম ডেস্ক
ক্লাব ফুটবলে তিনি শুধু সময়ের সেরাই নন, সর্বকালের সেরাদের অন্যতম। বার্সেলোনার হয়ে জিতেছেন ক্লাব ফুটবলের সবগুলো বড় শিরোপা। এবার কাতালান এই ক্লাবটির হয়ে লা লিগায় চারশ গোলের মাইলফলকে পা রাখলেন লিওনেল মেসি। অবশ্য সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০০ গোলের অনন্য মাইলফলকের রেকর্ড অনেক আগেই ছুঁয়েছেন তিনি।
রোববার স্প্যানিশ লা লিগায় এইবারের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় বার্সেলোনা। প্রথমার্ধে কাতালানদের এগিয়ে দেন লুইস সুয়ারেজ। বিরতির পর ম্যাচের ৫৩তম মিনিটে দলটির ব্যবধান বাড়ান মেসি। এরই পথ ধরে এই প্লেমেকার গড়েন ইতিহাস। লিগার ইতিহাসে তিনিই ৪০০ গোল করা প্রথম ফুটবলার।
সেই ১৪ বছর আগে স্প্যানিশ লা লিগায় নিজের প্রথম গোলটি করেন মেসি। মেসিকে প্রথম গোলটি করতে সহায়তা করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ৪০০তম গোল করতে মেসির গোলের পেছনে ভূমিকা ছিল আরেক লাতিন ফুটবলার লুইস সুয়ারেজের।
লা লিগায় মোট ৪৩৫ ম্যাচ খেলে ৪০০ গোলের রেকর্ড গড়েন মেসি। মোট ৮৩ ম্যাচে গোল করেছেন দুটি করে আর হ্যাটট্রিক করেন ৩১ বার।
মেসির লা লিগায় অভিষেক ২০০৪ সালে। পরের বছর ১ মে আলবাসেতের বিপক্ষে লিগে ১৭ বছর বয়সে প্রথম গোলের দেখা পান তিনি। ২০১০ সালের ২০ নভেম্বর আলমেইরার বিপক্ষে শততম গোলের দেখা পান এই আর্জেন্টাইন।
Discussion about this post