ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ পর্যন্ত সরেই যাচ্ছেন তিনি। শুক্রবার শেষবারের মতো ওয়ানডে ক্রিকেটে দেখা যাবে লাসিথ মালিঙ্গাকে। অবশ্য বয়সটাও তো ৩৫ ছাড়িয়েছে। যদিও বলা হাতে সফলই তিনি। বিশ্বকাপে শিকার করেছিলেন ১৩ উইকেট। তারপরও বাংলাদেশের বিপক্ষে খেলে শ্রীলঙ্কার জার্সি তুলে রাখবেন। এর আগে ভক্তদের মাঠে এসে নিজের শেষ ম্যাচটি দেখতে আহ্বান জানিয়েছেন তিনি।
স্ত্রী তানিয়া পেরেরার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মালিঙ্গা জানালেন, ‘শুক্রবার দিন (আজ) আপনারা সকলে আমাকে শেষবার ওয়ানডে খেলতে দেখবেন। যদি আপনি পারেন তো ম্যাচ দেখতে অবশ্যই আসুন।’
আগেই জানিয়েছেন ওয়ানডে ছাড়লেও মালিঙ্গার ইচ্ছে টি-টুয়েন্টি খেলা চালিয়ে যাওয়া। এ ডানহাতি পেসার চান আগামী বছর দেশের জার্সিতে টি-টুয়েন্টি বিশ্বকাপও জিততে, ‘আশা করছি যে আগামী বছর শ্রীলঙ্কার হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ জিততে পারব। আশা করছি যে আমাকে এই টুর্নামেন্ট খেলার সুযোগ দেওয়া হবে আর আমার থেকে কেউ ভাল খেলোয়াড় হয় আর সে যদি আমার জায়গায় খেলে তো আমার খারাপ লাগবে না।’
ইতিহাস জানাচ্ছে-শ্রীলঙ্কার হয়ে মুত্তিয়া মুরালিধরন (৫২৩) ও চামিন্ডা ভাসের (৩৯৯) পর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার মালিঙ্গা। ২২৫ ওয়ানডেতে ৩৩৫টি উইকেট নিয়েছেন এই পেসার।
Discussion about this post