ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ দলের হয়ে খেলছেন প্রায় এক যুগ। এরমধ্যে ক্যারিয়ারে এ বাঁহাতি দেখেছেন নানা উথান-পতন। যে কারণে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়ে ওঠেনি তার। তাইতো ভালো খেলেও স্থায়ী সুযোগ না পেয়ে নিজেকে দুর্ভাগা ভাবার সাথে মেনে নিচ্ছেন ভাগ্যের পরিহাস। তবে আফসোস আছে টানা দীর্ঘ সময় দলে জায়গা পাওয়াটা।
ইমরুলের কাছে জাতীয় দলে খেলতে পারাটাকে সবচেয়ে বড় সৌভাগ্যের মনে হয়। ক্রীড়াভিত্তিক প্রতিষ্ঠান ‘পাওয়ারপ্লে কমিউনিকেশন্সের’ সাথে সরাসরি আড্ডায় নিজের আফসোসের জায়গা নিয়ে কথা বলেছেন এই বামহাতি ওপেনার, ‘বাংলাদেশ দলে খেলাটাকে আমি সবসময় খুব সৌভাগ্যের মনে করি; খুব গর্বের একটা কাচ মনে করি। আমার কাছে মনে হয়, খেললে আমি হিরো হয়ে যাচ্ছি নাকি কোন অবস্থানে যাচ্ছি এটা বেশি গুরুত্ব দিই না। যখন জাতীয় দলের জার্সি পরে মাঠে নামি তখন মনে হয় আমি আমার দেশকে প্রতিনিধিতবআ করছি। একটা খেলোয়াড়ের কাছে এর চেয়ে বড় চাওয়া আর কিছু হতে পারে না।’
অনেকদিন ধরে খেললেও ইমরুল পাননি তারকা খ্যাতি। কিন্তু কেন? ব্যাখ্যা নিজেই দিয়েছেন মেহেরপুরের এ ক্রিকেটার, ‘হ্যাঁ, এখান থেকে অনেক খেলোয়াড় ভালো খেলে অনেক নাম করছে। কিন্তু দেখেন, সারাবিশ্বে কত খেলোয়াড় খেলছে, তারা সবাই বড় সুপারস্টার হয় না। সবাই তো আর বিরাট কোহলি, শচীন হয় না। কিন্তু তারা সবাই জোতীয় দলে খেলে দেশকে প্রতিনিধিত্ব করে।’
আন্তর্জাতিক ক্রিকেটে ইমরুলের পথচলা সেই ২০০৮ সাল থেকে। কিন্তু ধারাবাহিক দলে জায়গা হয়নি তার। কয়েক সিরিজ পরেই বাদ পড়নে আবার দেলে ফেরেন- এভাবেই এক যুগ কাটিয়ে দিয়েছেন কায়েস। এজন্য কাউকে অবশ্য দোষ দেন না। উল্টো নিজেকে শুধু অভাগা ভাবেন।
Discussion about this post