ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের বাঘের থাবায় কুপোকাত অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম ও শেষ টি-টুয়েন্টিতেও দাপট বাংলাদেশের। নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হয়ে বড় ব্যবধানে হারল অজিরা। ৬০ রানের অনায়াস জয় বাংলাদেশের। তার পথ ধরে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।
মিরপুরের শেরেবাংলায় সোমবার মোহাম্মদ সাইফউদ্দিন ও সাকিব আল হাসানের বোলিং তোপে রীতিমতো দিশেহারা হয়ে যায় অস্ট্রেলিয়া। ২৪ রানের মধ্যে ৮ উইকেট হারায় অজিরা। তারপর অতিথিরা টেনেটুনে ১৩.৪ ওভারে ৬২ রানে অলআউট। বাংলাদেশ জেতে ৬০ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন দলীয় স্কোর। এর আগে তাদের সর্বনিম্ন রান ছিল ৭৯। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে এমন লজ্জায় ডুবেছিল। ফের হতাশায় পুড়ল তারা। ১৯ বলের মধ্যে মাত্র ৯ রান যোগ করতে শেষ ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
আগের ম্যাচে টি-টুয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ৫০ রান দেওয়া সাকিব ছন্দে ফিরলেন। ৩.৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ৯ রান দিয়ে নেন ৪ উইকেট। সাকিব ফিরলেন সাকিবের মতো। এদিনই আন্তর্জাতিক টি-টুয়েন্টি ১০০ উইকেট আর হাজার রান ক্লাবেও নাম লেখান। এই কীর্তি আছে শুধু সাকিবেরই।
সাকিবের এমন ঝড় তোলা ম্যাচে কম যান নি সাইফউদ্দিন। এই পেসার দলে ফিরেই নিয়েছেন তিনটি উইকেট। তবে ম্যাচের সেরা সাকিবই।
এর আগে বাংলাদেশ দলও ব্যাট করতে নেমে বেশি সুবিধা করতে পারেনি। দল ২০ ওভারে করে ১২২। নাঈম শেখ করেন ২৯ রান। কিন্তু এই পুঁজিতেই সোমবার বাংলাদেশ পেল টি-টুয়েন্টি রানের দিক থেকে নিজেদের দ্বিতীয় বড় জয়। আয়ারল্যান্ডকে ২০১২ সালে বেলফাস্টে ৭১ রানে হারিয়েছিল বাংলাদেশ।
আর টি-টুয়েন্টিতে রানের দিক থেকে এটি অস্ট্রেলিয়ার পঞ্চম বড় হার। সবচেয়ে বড় হার ইংল্যান্ডের বিপক্ষে। ২০০৫ সালে দল হারে ১০০ রানে। এবার বাংলাদেশ থেকে আরও বেশি হতাশা নিয়ে ফিরল অজিরা। প্রথমবারের মতো বাংলাদেশ পেল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টিতে জয়। এমন কী সিরিজও জিতল টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১২২/৮ (মেহেদি ১৩, নাঈম ২৩, সাকিব ১১, সৌম্য ১৬, মাহমুদউল্লাহ ১৯, সোহান ৮, আফিফ ১০, মোসাদ্দেক ৪*, সাইফ ০, মুস্তাফিজ ০*; টার্নার ২-০-১৬-১, অ্যাগার ৪-০-২৮-১, জ্যাম্পা ৪-০-২৪-১, এলিস ৪-০-১৬-২, ক্রিস্টিয়ান ৪-০-১৭-২, সোয়েপসন ২-০-১৪-০)
অস্ট্রেলিয়া: ওভারে ৬২/১০ (ক্রিস্টিয়ান ৩, ওয়েড ২২, মার্শ ৪, ম্যাকডারমট ১৭, কেয়ারি ৩, হেনরিকেস ৩, টার্নার ১, অ্যাগার ২, এলিস ১, সোয়েপসন ১*, জ্যাম্পা ৪; মেহেদি ৩-০-২০-০, নাসুম ২-০-৮-০, সাইফ ৩-০-১২-৩, সাকিব ৩.৪-১-৯-৪, মাহমুদউল্লাহ ১-০-৯-০)
ফল: বাংলাদেশ ৬০ রানে জয়ী
ম্যাচসেরা : সাকিব আল হাসান
সিরিজ : ৫ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ ৪-১ এ জয়ী
Discussion about this post