ওয়ানডে সিরিজেই চোটে পড়েছিলেন তিনি। খেলতে পারেন নি শেষ ম্যাচটি। এবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমটিতেও নেই রোহিত শর্মা।তাকে ছাড়াই বুধবার টেস্ট ম্যাচে নামবে ভারতীয় দল। এ অবস্থায় সফরকারীদের দলে কয়েকটি পরিবর্তনও এসেছে। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ‘আনঅফিসিয়াল টেস্ট’ সিরিজে ভাল করে টেস্ট দলে ঢুকলেন অভিমন্যু ইশ্বরন, সৌরভ কুমার ও নবদিপ সাইনি। সঙ্গে যোগ হলেন জয়দেব উনাদকাট।
টেস্ট দলেও নেই মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা। প্রথম টেস্টে নেই ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তিনি চট্টগ্রামের পর ঢাকায় দ্বিতীয় টেস্টের আগে দলে যোগ দেবেন কীনা সেটিও নিশ্চিত নয়। তার জায়গায় ভারতের টেস্ট দলের নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। তার ডেপুটি চেতেশ্বর পুজারাকে।
আনুষ্ঠানিক ঘোষণার আগেই অবশ্য সিলেটে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট খেলে চট্টগ্রামে চলে এসেছেন ঈশ্বরন, সাইনি ও সৌরভ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার দলের ঐচ্ছিক অনুশীলনেও যোগ দিয়েছেন ঈশ্বরন।
১২ বছর পর উনাদকাট ফিরলেন টেস্ট দলে। ভারতের একদিনের ম্যাচের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে সৌরাষ্ট্রকে শিরোপা জিতিয়ে ১০ ম্যাচে ১৯ উইকেট নেন এই পেসার। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলেন উনাদকাট। এরপর ২০১৩ সালে ৭টি ওয়ানডে খেলেন তিনি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার মাঠে গড়াবে প্রথম টেস্ট। ঢাকা টেস্ট শুরু ২২ ডিসেম্বর। এর আগে ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টের ভারতের টেস্ট দল-
লোকেশ রাহুল (অধিনায়ক), চেতেশ্বর পুজারা (সহ-অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত , শ্রীকার ভারত, রবিচন্দ্রন অশ্বিন, আকসার প্যাটেল, কুলদিপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ঈশ্বরন, নবদিপ সাইনি, সৌরভ কুমার ও জয়দেব উনাদকাট।
Discussion about this post