ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অসাধারণ এক জয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) ওয়ানডে লড়াই শুরু করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ব্রাদার্স ইউনিয়নের প্রথম ম্যাচেই রোমাঞ্চ ছড়ানো এক জয় তুলে নিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা।
ব্রাদার্সের চ্যালেঞ্জিং স্কোর টপকে লিজেন্ডসদের দারুণ জয় এনে দিয়েছেন অভিজ্ঞ শাহরিয়ার নাফীস। শেষ দিকে মুক্তার আলীর দৃঢ়তায় হাসিমুখে মাঠ ছাড়ে ফেভারিট দলকে।
ডিপিএলের উদ্বোধনী দিনে ৩ উইকেটে জিতেছে রূপগঞ্জ। লক্ষ্য ছিল ২২১ রান। আর সেই সংগ্রহটা ৭ উইকেট হারিয়ে এক বল বাকী থাকতেই পূরণ করে ফেলে নাঈম ইসলামের দল।
রোমাঞ্চ ছড়ানো ম্যাচে জিততে শেষ ওভারে রূপগঞ্জের দরকার ছিল ৯ রান। আর তখনই চমক দেখান মুক্তার। ভারতীয় পেসার চিরাগ জানির ওভারে মুক্তারের ছক্কায় পাঁচ বলে দল পৌঁছে যায় জয়ের বন্দরে।
শুক্রবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্রাদার্সকে ব্যাটিংয়ে পাঠায় লিজেন্ডসরা। ম্যাচে মিজানুর রহমানকে শুরুতেই বিদায় নেন। এরপর জুনায়েদ সিদ্দিক, ফজলে মাহমুদ ও হামিদুল ইসলামকেও ভয়ঙ্কর হতে দেননি রূপগঞ্জের বোলাররা।
৮২ রানে ৫ উইকেট তুলে নেয় ব্রাদার্সের। তবে ইয়াসির ও শরিফউল্লার প্রতিরোধ গড়েন। ষষ্ঠ উইকেটে ৯০ রানের জুটি গড়েন তারা। ৬৯ বলে ৬৫ রান করা ইয়াসিরকে অাউট করেন নাবিল সামাদ।
৩৫ রান করেন শরিফউল্লাহ। অধিনায়ক মোহাম্মদ শরীফ ও হাবিবুর রহমানের দাপটে ভালো পুঁজি পায় ব্রাদার্স। মুক্তার ও নাবিল দুটি করে উইকেট শিকার করেছেন।
জবাবে নেমে মোহাম্মদ নাঈমের ও আজমির আহমেদ গড়েন ৬৭ রানের উদ্বোধনী জুটি। দল পায় জয়ের পথ। এরপরই অবশ্য রূপগঞ্জ ৬৯ রানে ৩ উইকেট হারায়। তারপরই আসিফ আহমেদ, রিশি ধাওয়ান ও জাকের আলীকে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান নাফীস। অবশ্য ৯৮ বলে ৫৯ রান তুলে ফিরে যান জাতীয় দলের সাবেক এই তারকা।
বাকী কাজটুকু দক্ষতার সঙ্গে সারেন মুক্তার। রূপগঞ্জ পায় দুর্দান্ত এক জয়। ম্যাচসেরা শাহরিয়ার নাফীস!
সংক্ষিপ্ত স্কোর-
ব্রাদার্স ইউনিয়ন: ৫০ ওভারে ২২০/৮ (মিজানুর ১, জুনায়েদ ১৫, মাহমুদ ৩৪, হামিদুল ১৬, ইয়াসির ৬৫, জানি ৪, শরিফউল্লাহ ৩৫, শরীফ ২৪*, হাবিবুর ২০, মেহেদি ৩*; শহীদ ১/৩৭, ধাওয়ান ১/৬০, মুক্তার ২/৩৮, আসিফ ১/৪১, নাবিল ২/৪১)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৯.৫ ওভারে ২২১/৭ (আজমির ৩৮, মোহাম্মদ নাঈম ২১, শাহরিয়ার ৫৯, নাঈম ১, আসিফ ৩৮, ধাওয়ান ২২, জাকের ১৭, মুক্তার ১১*, শহীদ ৩*; হাবিবুর ০/৩২, মেহেদি ০/৩১, জানি ৩/৬৪, শরীফ ২/৩৫, শরিফউল্লাহ ১/২৭, নাঈম জুনিয়র ১/৩২)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শাহরিয়ার নাফীস
Discussion about this post