বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা বরাবরই ধর্মপ্রাণ। তাইতো এবারের মাহে রমজানেও তার ব্যতিক্রম থাকছে না। রোজা রেখেই অনুশীলনে আছেন ক্রিকেটাররা। মুশফিকুর রহীম আর মাশরাফিদের অনুসরন করে সে পথেই আছেন জুনিয়ররা। দলের ১৯ বছর বয়সী নাজমুল হোসেন শান্তও রোজা রেখে করছেন অনুশীলন। আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজকে সামনে রেখে চলছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমীতে চলছে অনুশীলন।
ক্রিকেটারদের অনেকেই জানালেন রোজা রেখে অনুশীলনে কষ্ট হচ্ছে না। তরুন নাজমুল হোসেন শান্ত বলেন, ‘দেখুন এটা চ্যালেঞ্জিং সব সময়ই। মুসলিম হিসেবে রোজা রাখতে হবে। সেরকম কিছু চিন্তা করছি না। বরং আনন্দই পাচ্ছি।’
রোজার জন্য সকালের অনুশীলন বিকেলে নেওয়া হয়েছে। ব্যাটসম্যান শান্ত জানালেন ‘রোজার মধ্যে অনুশীলনের সময়টা পিছিয়ে আনা হয়েছে। বিকেলে আমরা অনুশীলন করছি। সামনে যেহেতু অনেকগুলো খেলা তাই মনোযোগ দিয়েই করছি সবাই।’
জাতীয় দলের একাদশে জায়গা পোক্ত করতে লড়ছেন শান্ত। ওপেনিংয়ে তামিম ইকবালের পার্টনার হতে চান তিনি। জানালেন, ‘সুযোগ পেলে ইচ্ছা থাকবে জায়গাটা পাকাপোক্ত করা। কারন আমরা কাছে মনে হয় প্রথম থেকেই যদি পারফর্ম করতে পারি তাহলে নিজের জায়গাটা হবে। অনুশীলনটা মনোযোগ দিয়ে করছি।’
২৯ মে বাংলদেশ দল যাবে ভারত সফরে। সেখানে আফগানিস্তানের সঙ্গে খেলবে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ। দেশে ফিরেই আবার উড়াল দেবে ওয়েস্ট ইন্ডিজে।
Discussion about this post