যেন প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হলো। জিম্বাবুয়েকে দ্বিতীয় ওয়ানডেতেও উড়িয়ে দিল বাংলাদেশ। এবার ৫৮ রানের দারুণ এক জয়। তাতেই এক ম্যাচ আগে ওয়ানডে সিরিজ জিতল টাইগাররা। প্রথম ম্যাচে ১৪৫ রানে জিম্বাবুয়েকে উড়িয়ে দেয় স্বাগতিকরা।
এনিয়ে টানা ৫ ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়লেন মাশরাফি বিন মতুর্জা। এর আগে চারটি সিরিজ জয়ের রেকর্ড ছিল হাবিবুল বাশার এবং সাকিব আল হাসানের।
সোমবার সহজ সমীকরণের সামনে ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। জিতলেই সিরিজ জয়। এ অবস্থায় মাশরাফিদের দেওয়া ২৪২ রানের চ্যালেঞ্জে মাত্র ১৮৩ রানে অল আউট জিম্বাবুয়ে।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়ে। তারা প্রথমে ব্যাটিংয়ে পাঠায় টাইগারদের।
বল হাতে সফল মুস্তাফিজুর রহমান। নিলেন ৩টি উইকেট। দুটি করে উইকেট শিকার করেছেন আল আমিন এবং নাসির হোসেন।
অবশ্য এর আগে সংগ্রহটা বড় করতে পারেনি বাংলাদেশ। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে কের মাত্র ২৪১ রান। ৭৬ রান করেন দলে ফেরা ইমরুল কায়েস।
সৌম্য সরকারের ইনজুরিই দলে নিয়ে জায়গা পান তিনি। নবজাতক সন্তানকে দেখতে যাওয়া সাকিব আল হাসান ছুটি নেওয়ায় জায়গা হলো একাদশে।
তামিম ইকবাল করেন ১৯ রান। মুশফিক ২১। সাব্বির রহমানের ব্যাট থেকেো আসে ২১ রান। নাসির হোসেন করেন ৪১ রান।
Discussion about this post