ইতিহাস গড়েই শেষ পর্যন্ত থামলেন ব্রেন্ডন ম্যাককালাম। নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান তিনিই। এর আগে মার্টিন ক্রো সাজঘরের পথ ধরেছিলেন ২৯৯ রান করে। ১৯৯১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান করেন তিনি। অবশেষে কোন কিউই ব্যাটসম্যান টেস্টে ট্রিপল পেলেন! ম্যাককালাম ফিরে যান ৩০২ রানে। জিমি নিশ্যামও তুলে নেন শতরান (১৩৭)। শেষ পর্যন্ত মঙ্গলবার ৮ উইকেট হারিয়ে ৬৮০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে কিউইরা।
জিততে ভারতের সামনে শেষদিনে লক্ষ্য দাড়ায় ৪৩৫। হাতে যা ওভার বাকী ছিল তাতে সেটা কোনভাবেই সম্ভব ছিল না! তারপরও চাপে পড়ে গিয়েছিল ভারত। ১০ রান তুলতেই ২ উইকেট শেষ। এরপর দলের ৫৪ রানে ফিওে গেলেন চেতশ্বও পুজারা। মনে হচ্ছিল বুঝি ওয়েলিংটন টেস্ট হারতেই যাচ্ছে ভারত! শেষ পর্যন্ত অবশ্য বিরাট কোহলির সেঞ্চুরি বাঁচিয়ে দিল ভারতকে। ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। আর দিনশেষে ভারতের দ্বিতীয় ইনিংসে রান দাড়ায় ৩ উইকেট হারিয়ে ১৬৬। এর অর্থ টেস্ট।
২ টেস্টের সিরিজ ১-০’তে জিতল নিউজিল্যান্ড। ২০০২-২০০৩ মৌসুমের পর এই প্রথম ভারতকে টেস্ট সিরিজে হারাল নিউজিল্যান্ড।
অবশ্য ওয়েলিংটনেও জেতার আমেজ নিয়েই শেষ করল কিউইরা। টেস্টেও প্রথম দুদিন মনে হচ্ছিল ইনিংস ব্যবধানেই বুঝি জিততে যাচ্ছে ভারত।
কিন্তু ম্যাককালাম একাই পাল্টে দিলেন হিসেবের ছক! টেস্ট ক্রিকেটের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে করলেন ট্রিপল সেঞ্চুরি। এর আগে ১৯৫৭-৫৮ সালে পাকিস্তানের হানিফ মোহাম্মদ ত্রি-শতক করেছিলেন, প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজের।
ওয়ানডে সিরিজের পর টেস্টেও ভারত হারল।
এসব কিছু চোখে আঙ্গুল দিয়ে আরো একবার দেখিয়ে দিল বিদেশের মাঠে ভারতের দৈনদশা। ওয়ানডে সিরিজে ধরাশায়ী হওয়ার পর এবার টেস্টেও সেই একই কাহিনী। দেশের মাঠে বাঘ কিন্তু দেশের বাইরে ভারত বিড়াল!
তাইতো ভারতীয় ক্রিকেট কর্তাদের আইসিসি ‘দখলে’র ব্যাপারটা উঠে আসল আরো একবার। ফেসবুকে অনেক ক্রিকেট ভক্ত মজা করে বলছিলেন-দেশের বাইরে ভারত যখন খেলতে যাবে তখন তাদের দ্বিস্তরে রাখা হোক!
ধোনিদের যা হাল তাতে এমন রসিকতাই যেন মানানসই!
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ১ম ইনিংসে ১৯২/১০ (উইলিয়ামসন ৪৭; ইশান্ত শর্মা ৬/৫১, সামি ৪/৭০) ও ২য় ইনিংসে ৬৮০/৮, ডিক্লে. (ম্যাককালাম ৩০২, ওয়াটলিং ১২৪, নিশাম ১৩৭*)
ভারত: ১ম ইনিংসে ৪৩৮/১০ (ধাওয়ান ৯৮, রাহানে ১১৮, ধোনি ৬৮; সাউদি ৩/৯৩, বোল্ট ৩/৯৯, ওয়াগনার ৩/১০৬) ও ২য় ইনিংসে ১৬৬/৩ (কোহলি ১০৫*)
ফল: টেস্ট ড্র
ম্যাচসেরা: ব্রেন্ডন ম্যাককালাম
সিরিজ: নিউজিল্যান্ড ২ টেস্টের সিরিজে ১-০’তে জয়ী
##################################
রেকর্ড গড়ে জবাব দিলেন ম্যাককালাম-ওয়াটলিং
তাহলে নিউজিল্যান্ড সফরটা দুঃস্বপ্নের অন্য নাম হয়েই থাকল ভারতের। ওয়েলিংটন টেস্টেও সেই একই গল্প। হিসেবে ছক উল্টে দিয়ে এখানে অবিস্মরনীয় এক ইনিংস খেললেন ব্রেন্ডন ম্যাককালাম। সঙ্গে থাকলেন বিজে ওয়াটলিং। আর তাতেই লেখা হল নতুন এক ইতিহাস।
ইনিংস হারের শঙ্কা কাটিয়ে ওয়েলিংটন টেস্টে এখন কিউইদেরই দাপট। ম্যাককালাম-ওয়াটলিং গড়লেন নতুন বিশ্বরেকর্ড। সোমবার ষষ্ঠ উইকেট জুটিতে তারা করেন ৩৫২ রান। যা একদিনের ক্রিকেটে ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ রান। ষষ্ঠ উইকেট জুটিতে আগের সর্বোচ্চ ৩৫১ রান করেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধানে ও প্রসন্ন জয়াবর্ধনে। সেটা ২০০৯ সালে। প্রতিপক্ষ ভারত।
সব মিলিয়ে সোমবার টেস্টের চতুর্থ দিন শেষে কিউইদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৫৭১ রান। ২৮১ রানে অপরাজিত ম্যাককালাম। ওয়াটলিং ফিরে যান ১২৪ রানে।
এ অবস্থায় ভারতের চেয়ে ৩২৫ রানে এগিয়ে কিউইরা। ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির পথে ম্যাককালাম। আর টেস্টেও এখন নিরাপদে দল।
বলা দরকার, অকল্যান্ডে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ১ম ইনিংসে ১৯২/১০ (উইলিয়ামসন ৪৭; ইশান্ত শর্মা ৬/৫১, সামি ৪/৭০) ও ২য় ইনিংসে ৫৭১/৬ (ম্যাককালাম ২৮১*, ওয়াটলিং ১২৪, নিশাম ৬৭*)
ভারত: ১ম ইনিংসে ৪৩৮/১০ (ধাওয়ান ৯৮, রাহানে ১১৮, ধোনি ৬৮; সাউদি ৩/৯৩, বোল্ট ৩/৯৯, ওয়াগনার ৩/১০৬)
Discussion about this post