ইতিহাস তার চেনা পথেই হাটল। কোন চমক কিংবা নতুনের আগমনী বার্তা নয় ঘরের ছেলেকেই যেন বিজয়মাল্য দিল উইম্বলডন। দুর্দান্ত ফর্মে থাকা রজার ফেদেরারের হাতেই উঠল টেনিসের আন অফিসিয়াল বিশ্বকাপ। প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে ওঠা মারিন সিলিচকে সরাসরি সেটে বিধ্বস্ত করে ট্রফি জিতলেন এই সুইস। একইসঙ্গে পুরুষ খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হলেন তিনি।
সেন্টার কোর্টে রোববার ক্রোয়েশিয়ার সিলিচকে ৬-৩, ৬-১, ৬-৪ গেমে হারান উড়িয়ে দেন ফেদেরার। ২০১৪ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়নকে ঘাসের কোর্টে কিভাবে খেলতে হয় সেটা শেখালেন ফেদেরার। লড়াই হল মাত্র এক ঘণ্টা ৪১ মিনিট।
ইতিহাস বলছে-উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সী (৩৫ বছর ১১ মাস ৮ দিন) পুরুষ খেলোয়াড় হিসেবে উইম্বলডন ট্রফি উঠল ফেদেরারের হাতে। আর উইম্বলডনে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড এতদিন যৌথভাবে ছিল উইলিয়াম রেনশ, পিট স্যাম্প্রাস ও ফেদেরারের দখলে। এখন সেটা একান্ত নিজের হয়ে গেলে ফেদেরারের।
এনিয়ে ক্যারিয়ারে রেকর্ড ১৯ গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন হলেন সুইজারল্যান্ডের এই মহা তারকা। এখনো তিনি যে ফর্মে আছেন কোথায় গিয়ে থামেন কে জানে। অবশ্য এ কথা এখন বলেই দেয়া যায় উইম্বলডনের রাজা শুধুই ফেদেরার।
এদিকে নারী এককে শনিবার মার্কিন তারকা ভেনাস উইলিয়ামসকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনে চ্যাম্পিয়ন জিতেছেন স্পেনের গার্বিনে মুগুরুসা।
Discussion about this post