ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নাম্বার ওয়ান অলরাউন্ডার বলে কথা। ব্যাটে-বলে চমক দেখিয়েই যাচ্ছেন সাকিব আল হাসান। শনিবার তারই পথ ধরে আরেকটা মাইলফলকে পা রাখলেন তিনি। টেস্ট ক্রিকেটে তিন হাজার রান ক্লাবে পা রেখেছিলেন আগেই এবার দুইশ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের প্রথম উইকেটি তুলতেই দুইশ উইকেট ক্লাবে পা রাখলেন সাকিব।
একইসঙ্গে তিনি পেছনে ফেলেন ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথামকে। যিনি সবচেয়ে কম টেস্ট খেলে এই অনন্য ডাবল ছুঁয়েছিলেন। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে দুইশ টেস্ট উইকেটের মাইলফলকে নাম লেখালেন তিনি। সবচেয়ে কম টেস্ট খেলে ২০০ টেস্ট উইকেট আর তিনহাজার রানের মাইলফলকে পৌঁছে গেলেন সাকিব।
আগে এই রেকর্ডটি ছিল ইয়ান বোথামের। সেি্ লিজেন্ডের ৬৩তম জন্মদিনে ২৪ নভেম্বর রেকর্ডটি ভাঙলেন সাকিব। ৫৪ টেস্টে সাকিব এই ডাবল পূর্ণ হলো সাকিবের। বোথাম ৫৫ টেস্টে এই মাইলফলকে পা রাখেন। এক টেস্ট আগেই বাজিমাত টাইগার অধিনায়কের।
সাকিবের চেয়ে টেস্টে কম ম্যাচ খেলে ২০০ উইকেট ক্লাবে নাম প্রবেশ করেছেন ৪৫জন বোলার। বাঁহাতি স্পিনারদের মধ্যে তার চেয়ে দ্রুততম- শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ (৪৭ টেস্ট) আর ভারতের বিষেন সিং বেদি (৫১ টেস্ট)।
সংগতভাবেই টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব। মোহাম্মদ রফিক ১০০ উইকেট নিয়ে অবসরে যান। টেস্টে ২০০ উইকেট ও সাড়ে তিন হাজার রানের ‘ডাবল’ গড়ার রেকর্ডে আছেন একাধিক কিংবদন্তি। যারা হলেন- কপিল দেব, জ্যাক ক্যালিস, ইমরান খান, ইয়ান বোথাম, গ্যারি সোর্বাস, অ্যান্ড্রু ফ্লিটনফ, শন পোলক ও ড্যানিয়েল ভেট্টোরি।
সেই ২০০৮ সালের জানুয়ারিতে ওয়েলিংটন টেস্টে ক্রেইগ কামিংকে আউট করে শুরু করেন উইকেট শিকার অভিযান। তারপর সময়ের পথ ধরে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়! কিংবদন্তিদের পথেই হাঁটছেন সাকিব।
Discussion about this post