শ্রীলঙ্কা সফরটা কখনোই তেমন স্মরনীয় হয়ে থাকেনি তাদের। বিশেষ করে একদিনের আন্তর্জাতিক ম্যাচগুলো তো নয়ই। এবার সেই অপ্রাপ্তি ঘুচাল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কায় প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতল প্রোটিয়রা। তৃতীয় ও শেষ ওয়ানডেতে তারা শ্রীলঙ্কাকে হারাল ৮২ রানে। সফরকারী দলের কুইন্টন ডি কক এবং এবি ডি ভিলিয়ার্স করলেন সেঞ্চুরি।
তাতেই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা।
হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস জিতে দক্ষিণ আফ্রিকা। আর প্রথমে ব্যাট করতে নেমে তারা ৫ উইকেট হারিয়ে তুলে ৩৩৯ রান। হাশিম আমলার ব্যাট থেকে আসে ৪৮ রান। আগেই দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। ১২৮ রান করেন ডি কক।
ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে আসে ১০৮।
জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ৪৪.৩ ওভারে ২৫৭ রানে অলআউট।
অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ করেন ৫৮ রান।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৩৯/৫ (আমলা ৪৮, ডি কক ১২৮, ডি ভিলিয়ার্স ১০৮; হেরাথ ২/৪৮, মেন্ডিস ২/৪৮)
শ্রীলঙ্কা: ৪৪.৩ ওভারে ২৫৭/১০ (কৌশল ৩৭, ম্যাথুজ ৫৮; ম্যাকলারেন ৩/৩৭, ডুমিনি ২/৪৩)
ফল: দক্ষিণ আফ্রিকা ৮২ রানে জয়ী
ম্যাচসেরা: এবি ডি ভিলিয়ার্স
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১এ জয়ী
সিরিজ সেরা: হাশিম আমলা
Discussion about this post