সিলেট টেস্টে লড়াইটা ছিল রেকর্ড ভাঙা-গড়ার। একদিকে বাংলাদেশ খুঁজছিল নিজেদের ইতিহাসে সবচেয়ে কম লক্ষ্য তাড়া করেও প্রতিপক্ষকে হারানোর সুযোগ, আর জিম্বাবুয়ে খুঁজছিল নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। শেষ পর্যন্ত জয়টা গেছে সফরকারীদের ঘরেই।
১৭৪ রানের লক্ষ্য তাড়া করে মাত্র ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। টেস্টে চতুর্থ ইনিংসে রান তাড়া করে তাদের এটি সবচেয়ে বড় জয়, আর এই জয় এনে দিতে গিয়ে তারা পেছনে ফেলেছে ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে ১৬২ রানের জয়কেও।
টসে জিতে ব্যাটিং নিয়ে প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ে করে ২৭৩ রান, যা তাদের দেয় ৮২ রানের লিড। দ্বিতীয় ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা, বিশেষ করে শান্ত (৬০) ও মুমিনুল (৪৭) দৃঢ়তা দেখান। তবু শেষ পর্যন্ত ইনিংস থেমে যায় ২৫৫ রানে। ফলে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭৪।
এ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল বেনেট ও কারানের। ৯৫ রানের ওপেনিং জুটিতে পথ অনেকটাই পরিষ্কার করে দেন তারা। এরপর মিরাজ-তাইজুল জুটি ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচে নাটকীয় মোড় আনে। কিন্তু ওয়েসলি মাধেভেরে রিভার্স সুইপে চার মেরে দলের জয় নিশ্চিত করেন।
মেহেদি হাসান মিরাজ এই ম্যাচে সফল। ম্যাচে ১০ উইকেট শিকার (৫+৫) করেছেন। জিম্বাবুয়ে ব্লেসিং মুজারাবানি দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ভাঙচুর করেন। ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসের ভেঙে পড়া, দ্বিতীয় ইনিংসে তাড়াহুড়ো করে উইকেট হারানো, আর ওপেনারদের ধারাবাহিক ব্যর্থতা সব মিলিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। শান্ত ও মুমিনুল কিছুটা চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না।
জিম্বাবুয়ে এখন সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে। ২৮ মার্চ ঢাকায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ বাঁচাতে হলে সেখানে জিততেই হবে বাংলাদেশকে। ড্র হলেও সিরিজ নিজেদের করে নেবে সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১৯১/১০
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৩/১০
বাংলাদেশ ২য় ইনিংস: ২৫৫/১০
জিম্বাবুয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ১৭৪) ৫০.১ ওভারে ১৭৪/৭ (বেনেট ৫৪, কারান ৪৪, ওয়েলচ ১০, উইলিয়ামস ৯, আরভাইন ১০, মাধেভেরে ১৯*, মায়াভো ১, মাসাকাদজা ১২, এনগারাভা ৪*; নাহিদ ৫-০-২৪-০, হাসান ৪-১-১৩-০, মিরাজ ২২.১-৮-৫০-৫, খালেদ ৩-১-৬-০, তাইজুল ১৬-০-৭০-২)
ফল: জিম্বাবুয়ে ৩ উইকেটে জয়ী
Discussion about this post