ক্রিকেটে অনেক সময় এক ইনিংসেই দেখা মেলে ইতিহাস, বিস্ময় আর বিপর্যয়ের। এজবাস্টনে ইংল্যান্ডের ব্যাটিং ইনিংস ছিল ঠিক তেমনই-রেকর্ড গড়ার সাথে সাথেই অদ্ভুত পরিসংখ্যানে হারিয়ে যাওয়া এক অধ্যায়।
৭ নম্বরে নেমে জেমি স্মিথ খেলেছেন ২০৭ বলে অপরাজিত ১৮৪ রানের অসাধারণ ইনিংস। ভেঙেছেন কিংবদন্তি কুমার শ্রী রাঞ্জিতসিনজির ১২৭ বছরের পুরনো রেকর্ড—সাতে নেমে ইংল্যান্ডের সর্বোচ্চ ইনিংসের। এছাড়া ইংল্যান্ডের কিপার-ব্যাটার হিসেবে সবচেয়ে বড় ইনিংস এখন স্মিথের। তাঁর শতক আসে মাত্র ৮০ বলে—ভারতের বিপক্ষে দ্রুততম শতরানের পাশাপাশি ইংল্যান্ডের টেস্ট ইতিহাসেও তৃতীয় দ্রুততম।
হ্যারি ব্রুকের ১৫৮ রানের ইনিংস স্মিথের সঙ্গে মিলে ষষ্ঠ উইকেটে ৩০৩ রানের এক দুর্দান্ত জুটি গড়ে তোলে। এটি ইংল্যান্ডের ষষ্ঠ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ব্রুক নিজেও গড়েছেন বিরল কীর্তি-তিনটি ট্রিপল সেঞ্চুরি জুটির অংশীদার হিসেবে ইংল্যান্ডে এককভাবে এগিয়ে গেলেন তিনি।
স্মিথ-ব্রুক জুটি ছাপিয়ে নজরে পড়ে আরেকটি পরিসংখ্যান-দলের ৬ ব্যাটসম্যান শূন্য রানে ফেরেন। এক ইনিংসে ইংল্যান্ডের সর্বোচ্চ ‘ডাক’ এটি। ৩০৩ রানের এক জুটির পরও দলের স্কোর থেমেছে ৪০৭ রানে। এটাই টেস্ট ইতিহাসে এমন একমাত্র ইনিংস যেখানে ট্রিপল সেঞ্চুরি জুটি থাকা সত্ত্বেও দলীয় রান এত কম!
জবাবে ভারতের দুই তরুণ পেসার মোহাম্মদ সিরাজ (৬ উইকেট) ও আকাশ দিপ (৪ উইকেট) নিয়েছেন সবকটি উইকেট। নতুন বলের জুটি হিসেবে এক ইনিংসে ১০ উইকেট ভাগ করে নেওয়ার ঘটনা ভারতের ইতিহাসে মাত্র চতুর্থবার। ভারতের ইনিংসে যশস্বী জয়সওয়াল ২৮ রান করলেও পেরিয়েছেন ২ হাজার টেস্ট রানের মাইলফলক। মাত্র ৪০ ইনিংসে এই কীর্তি, যা দ্রাবিড়-শেবাগের সঙ্গে যৌথভাবে ভারতের দ্রুততম।
Discussion about this post