উত্তেজনা তুঙ্গে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের। দেশের সবচেয়ে আকষর্ণীয় এই ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগের খেলা প্রায় শেষ। আর এক রাউন্ডের পরই শেষ হবে ১০ রাউন্ডের খেলা। তার আগে চারটি দল নিশ্চিত করেছে সুপার লিগ। যেখানে রয়েছে ফেভারিট লিজেন্ডস অব রুপগঞ্জ। এক রাউন্ড আগেই পয়েন্ট তালিকার দ্বিতীয়স্থানে উঠে এসেছে সাবেক চ্যাম্পিয়নরা।
লিগে এখন অব্দি শাইনপুকুর ক্রিকেট ক্লাব ১০টি ম্যাচ শেষ করেছে। অন্য দশ দলের এক রাউন্ড করে বাকি। সেই ম্যাচ শেষেই জানা যাবে সুপার লিগে খেলছে কারা। কারা খেলবে রেলিগেশন লিগ।
তার আগে পয়েন্ট তালিকা বলছে চারটি দল সুপার লিগ নিশ্চিত করেছে। বাকি ২টি জায়গার লড়াইয়ে এখন ৩ দল।
লিগে এ পর্যন্ত ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৮ জয়ে তারা নাম্বার ওয়ান। এই পর্বে শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ সিটি ক্লাব। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৭ জয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে দাপটে এগিয়ে যাচ্ছে মাশরাফি বিন মর্তুজার দল। টিম ওয়ার্কে দুর্দান্ত খেলে যাচ্ছে দলটি।
এরপরই আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও আবাহনী লিমিটেড। দুই দলেরই পয়েন্ট ১২ করে। রান রেটে এগিয়ে প্রাইম। এরপরই চার নম্বরে আবাহনী। শেখ জামাল ও রূপগঞ্জের সঙ্গে এই দুই দলের সুপার লিগ চূড়ান্ত।
এই চার দল ছাড়াও সুপার লিগে যাবে আরো ২টি দল। তার জন্যই লড়ছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।
গাজী গ্রুপ ক্রিকেটার্স ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে। শেষ ম্যাচ জিতলে তারা ১২ পয়েন্ট নিয়ে যাবে সুপার লিগে। রূপগঞ্জ ক্রিকেটার্স ও মোহামেডান স্পোর্টিং ক্লাব দুই দলেরই পয়েন্ট ৮। শেষ ম্যাচে মোহামেডান লড়বে লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে। রূপগঞ্জ টাইগার্সের প্রতিপক্ষ গাজী গ্রুপ। গাজী গ্রুপ ও রূপগঞ্জ ক্রিকেটার্সের ম্যাচ বৃহস্পতিবার। শুক্রবার মাহমুদউল্লাহ রিয়াদের মোহামেডানকে চ্যালেঞ্জ জানাবে মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জ।
এদিকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের রেলিগেশন লিগে নেমে গেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও ব্রাদার্স ইউনিয়ন।
Discussion about this post