মনে হচ্ছে নিজের সেরা সময়টা পেছনেই ফেলে এসেছেন সাব্বির রহমান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তো জায়গা হারিয়েছেন, ঘরোয়া ক্রিকেটেও নেই সাফল্য। বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মিরপুরে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে হতাশ করা পারফরম্যান্স লিজেন্ডস অব রূপগঞ্জের এই ব্যাটসম্যানের।
উইকেটে মানিয়ে নিয়েও ফিরেছেন ২৩ রানে। ব্যর্থ ওপেনার সাদমান ইসলামও। করোনাভাইরাস নেগেটিভ সনদ নিয়ে মাঠে নেমে ৭ রানে আউট।তার পথ ধরে নির্ধারিত ২০ ওভারের আগে অল-আউট হওয়া রূপগঞ্জের রান ১১১।
সকালটা হয়ে থাকল ব্রাদার্স ইউনিয়নের পেসার আলাউদ্দিন বাবুর। ইনিংসের শুরুতে উইকেট নিয়ে শুরু। এর ধারাবাহিকতা ধরে রেখে করেন হ্যাটট্রিক। টি-টুয়েন্টিতে (স্বীকৃত) পঞ্চম বাংলাদেশি হিসেবে আলাউদ্দিন হ্যাটট্রিকটি করেন তিনি। ৩ ওভার ১ বলে মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট নেন এই পেসার।
ইনিংসের প্রথম ওভারে আলাউদ্দিন ফেরান ওপেনার আজমির আহমেদকে। দলীয় ১৭ ওভারের শেষ ২ বলে ফেরান মুক্তার আলী ও সোহাগ গাজীকে। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে নাবিল সামাদকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন বাবু।
টস জেতা রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৩৮ রান করেন অধিনায়ক নাঈম ইসলাম। ১৮ বলে ২৩ রান সাব্বির রহমানের। ব্রাদার্সের হয়ে আলাউদ্দিন বাবু ৪টি এবং সুজন ও সজীব ২টি করে উইকেট নেন।
Discussion about this post