বল হাতে চমক দেখিয়েই যাচ্ছেন মোহাম্মদ শহীদ। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ের পথ ধরেই আরেকটি দুর্দান্ত জয় তুলে নিল লিজেন্ডস অব রূপগঞ্জ। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে হেসে খেলেই জয়ের বন্দরে নোঙর করে তারা। ম্যাচে ১৫৩ রানের লক্ষ্য ১৬৩ বল হাতে রেখেই জয় পায় নাঈম ইসলামের দল।
সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম টস হেরে ব্যাট করতে নামে গাজী গ্রুপ। তাদের শুরুতেই চেপে লিজেন্ডসরা। কখনোই মাথা তুলে প্রতিপক্ষকে দাঁড়াতে দেয়নি তারা। দলীয় সর্বোচ্চ ৩১ রান করেন জহুরুল। আর জাকেরের ব্যাটে ৩০ রান।
২৬ রানে ৪ উইকেট নেন রূপগঞ্জের শহীদ। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের সেরা বোলিংয়ে ম্যাচ সেরার তিনিই। লিস্ট এ ক্রিকেটে তার আগের সেরা ছিল ৩০ রানে ৪ উইকেট।
সেই সংগ্রহ তাড়া করতে নেমে আব্দুল মজিদকে হারায় রূপগঞ্জ। তবে এরপরই মোহাম্মদ নাঈমের সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন অভিষেক মিত্র। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে মুশফিকুর রহীমের সঙ্গে ৮৩ রানের জুটিতে পূরণ হয় লক্ষ্য।
৬১ বলে ৫৭ রানে অপরাজিত অভিষেক। মুশফিক ৩২ বলে তুলেন ৩০ রান।
ঢাকা লিগে ১৫ ম্যাচে দশম জয়ে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রূপগঞ্জ। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী। ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে আছে গাজী গ্রুপ।
সংক্ষিপ্ত স্কোর-
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৫.৪ ওভারে ১৫২ (মেহেদি ২১, ইমরুল ০, মুমিনুল ৬, জহুরুল ৩১, জাকের ৩০, নাদিফ ৭, আসিফ ১৭, নাঈম ২৩, আবু হায়দার ৩, আবু নাসের ৩, টিপু ২*; শহীদ ৪/২৬, শরীফ ১/৪৫, মোশাররফ ১/২৮, রসুল ২/২৭, আসিফ ২/১৭)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ২২.৫ ওভারে ১৫৩/২ (মজিদ ৪, নাঈম ৪৫, অভিষেক ৫৭*, মুশফিক ৩০*; আবু হায়দার ১/২৯, আবু নাসের ০/২৪, মেহেদি ০/২৭, নাঈম ০/২৯, টিপু ১/২২, আসিফ ০/১৫)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ শহীদ
Discussion about this post