অবশেষে সমস্যা কাটছে। নাম বিভ্রাট কাটিয়ে মুক্ত রুবেল হোসেন। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র পেয়েছেন জাতীয় দলের এই পেসার। এর অর্থ যে কোন মুহুর্তেই দক্ষিণ আফ্রিকার পথে উড়াল দেবেন তিনি। এই খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেই নিশ্চিত করা হয়েছে।
রুবেল হোসেনকে নিয়ে অবশ্য সকালে এক পশলা নাটক হয়ে গেল। দক্ষিণ আফ্রিকা সফরে তার জন্য আর অপেক্ষা করতে রাজী ছিলো না বিসিবি। তার বিকল্প হিসেবে কামরুল ইসলাম রাব্বিকে সফরে পাঠনোর সিদ্ধান্ত নেয়া হয়। খবারটি জানান খোদ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
জাতীয় লিগে খেলতে গতকাল খুলনায় ছিলেন পেসার রাব্বি। সেখান থেকে ঢাকায় আসার টিকিটও করেছিলেন। ঠিক তখনই তখনই দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র পাওয়ার খবর পান রুবেল।
রুবেল হোসেন নামের এক বাংলাদেশি দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগে কালো তালিকাভুক্ত হয়ে আছেন। তার কারণেই বিপাকে পড়েন ক্রিকেটার রুবেল। ঐ নামের সঙ্গে টাইগার ক্রিকেটারের নাম মিলে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা যাওয়া এতদিন আটকে ছিল তার। এ ঘটনার পর দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বিসিবি। তারা বোঝাতে চেষ্টা করে সেই রুবেল আর ক্রিকেটার রুবেল এক ব্যক্তি নন। তাতেই কাজ হল।
দলের সঙ্গে না যেতে পেরে দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি ম্যাচটা মিস করলেন রুবেল। তবে ২৮ সেপ্টেম্বর পচেফ্স্ট্রুমে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে দেখা যেতে পারে তাকে।
Discussion about this post