স্পিন ফাঁদেই শ্রীলঙ্কাকে বিপাকে ফেলল বাংলাদেশ। সকালে টস জিতে সফরকারী ব্যাট করতে নামলেও তাদের স্বস্তি দেননি দুই স্পিনার। বৃহস্পতিবার ইনিংসের প্রথম ওভার করলেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ওভারে আব্দুর রাজ্জাক। চার বছর জাতীয় দলে ফিরে চমক দেখালেন এই স্পিনার। মিরপুর টেস্টের প্রথম দিনে নতুন বলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ বোলিং আক্রমণ শুরু করেন দুই স্পিনার। তাতেই গড়া হয়ে যায় টেস্ট ইতিহাসে বিরল এক নজির। ম্যাচের প্রথম ইনিংসে দুই পাশে স্পিনে শুরু বাংলাদেশের আগে টেস্ট ইতিহাসে একবারই হয়েছে।
১৪১ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে আগের একমাত্র নজিরটি ছিল ১৯৬৪ সালে। কানপুরে ইংল্যান্ডের বিপক্ষে দুই পাশে স্পিনে শুরু করে ভারত। সেই সময়ের অধিনায়ক মনসুর আলি খান পতৌদির স্পিনেই সাজিয়েছিলেন আক্রমণ। এবার তারই পথে হাটলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের টেস্ট অধিনায়কের কৌশলটা বেশ কাজে দিল। স্পিনেই বৃহস্পতিবার কুপোকাত শ্রীলঙ্কা। ঢাকা টেস্টে তাদের প্রথম ইনিংস অলআউট ২২২ রানে। ইনিংস শেষ ৬৫.৩ ওভারে। দুই বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও তাইজুল ইসলাম নেন ৪টি করে উইকেট। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের শিকার দুই উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৬৫.৩ ওভারে ২২২ (মেন্ডিস ৬৮, করুনারত্নে ৩, ডি সিলভা ১৯, গুনাথিলাকা ১৩, চান্দিমাল ০, সিলভা ৫৬, ডিকভেলা ১, দিলরুয়ান ৩১, দনঞ্জয়া ২০, হেরাথ ২, লাকমল ৪*; মিরাজ ১৩-০-৫৪-০, রাজ্জাক ১৬-২-৬৩-৪, তাইজুল ২৫.৩-২-৮৩-৪, মুস্তাফিজ ১১-৪-১৭-২)
Discussion about this post