ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ টেস্ট দলে এখন সিলেটের পেসারদের জয়জয়কার! এখন আছেন আবু জায়েদ চৌধুরি রাহী, খালেদ আহমেদ ও এবাদত হোসেন। তিন পেসারই রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডের ১৮ সদস্যের দলে। ৩ ফেব্রুয়ারির সিরিজের প্রথম টেস্টের জন্য প্রস্তুত হচ্ছেন তারা।
তার আগে আগ্রহের কেন্দ্রে সিলেটের পেসাররা। কেন সিলেটের পেসারদের এমন আধিপত্য জাতীয় দলে? শুক্রবার এক ভিডিও বার্তায় এনিয়ে কথা বলেন পেস বোলার আবু জায়েদ চৌধুরি রাহী। চলুন দেখে নেই কী বললেন তিনি।
অনেক দিন পর দল টেস্ট ক্রিকেটে…
এত দীর্ঘ সময় আর মোটিভ বলতে গেলে নিজেদের মাঝে অনুশীলন করছি আর অনেক সময় সিলেট স্টেডিয়াম বলেন আমরা আমাদের অনুশীলন চালিয়ে গেছি আমি, এবাদত, খালেদ। তো আমরা চেষ্টা করছি যে এটলিস্ট যখন ক্রিকেট শুরু হবে যাতে আমাদের বোলিংয়ের ওভারলোড আছে সেটা যেন হাই থাকে। এটাই আমরা চেষ্টা করছি। আর কবে ক্রিকেট শুরু হবে আর কবে শুরু হবে না এটা নিয়ে চিন্তা করি নাই। আমরা চেষ্টা করছি আমরা আমাদের প্রক্রিয়াতে আগানোর জন্য।
শুরুর ভালর অপেক্ষা…
অপেক্ষা বলতে সর্বশেষ ফেব্রুয়ারিতে আমরা জিম্বাবুয়ের সঙ্গে শেষ টেস্ট খেলেছিলাম তারপর প্রায় একবছর পর টেস্ট ক্রিকেট হচ্ছে। হ্যাঁ, অনেক দিন অপেক্ষায় ছিলাম কারণ অনেক দিন ধরে টেস্ট ক্রিকেট হয় নাই। মাশাল্লাহ এখন আবার ক্রিকেট শুরু হইছে, টেস্ট ক্রিকেট শুরু হয়েছে। আমরা যদি শুরুটা ভালো করি তাহলে আমার কাছে মনে হয় আমাদের শুরুটা ভালো হবে।
পেসাররা প্রস্তুত…
অনেক দিন পরে এতো লম্বা সেশন অনুশীলন করছি। সত্যি কথা বলতে ভালোই লাগছে কারণ অনেকদিন পরে মাঠে আসছি, অনেক সময় অনুশীলন করছি এবং উদ্দেশ্যটাও ভালো। আমরা আমাদের কাজগুলো করছি আর কোচও আমাদের সাহায্য করছে আমাদের অনুশীলনের জন্য, আমাদের বোলিং স্কিলের জন্য আর আমরা পেস বোলাররা উপভোগ করছি।
জাতীয় দলে সিলেটের ৩ পেসার যেভাবে…
এইদিক থেকে প্রথমে সিলেট ডিভিশনকে ধন্যবাদ জানাতে হবে আমাদের। কারণ হলো সিলেট ডিভিশন যখন আমরা প্রথম শ্রেণির ক্রিকেট খেলি তখন আমাদের অনেক প্রায়োরিটি দেয়। অনেক সময় দেখা যায় যে আমরা তিনটা পেস বোলারই খেলছি, অনেক সময় বোলিং করছি। আমি আগেও বলছি যত বেশি বোলিং করব তত বেশি শিখব। এবাদত, খালেদ আগে যেমন ধরেন ওরা বেশি বোলিং করতে চাইতো না এখন যেটা হইছে আমরা যখন প্রথম শ্রেণির ক্রিকেট খেলি তখন আমরা চাই অনেক বোলিং করতে। নিজেদের ভেতরে একটা প্রতিযোগিতা আছে। এজন্য আমরা মনে করব যে আমরা এই তিন পেস বোলার স্পেশালি টেস্টে আসার কারণ হলো সিলেট ডিভিশনে আমাদের প্রায়োরিটিটা। আমাদের প্রায়োরিটির জন্যই আমরা তিনজন এই জায়গায়।
Discussion about this post