অ্যান্টিগা টেস্টে ভয়াবহ বিপাকে বাংলাদেশ। ৪১০ রানে পিছিয়ে থেকে শেষ করেছে দ্বিতীয় দিন। শনিবার দ্বিতীয় দিনে ৯ উইকেটে ৪৫০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ব্যাট করতে নেমে বিপাকে বাংলাদেশ। ২০ ওভার খেলে দিন শেষ করে ২ উইকেটে ৪০ রানে।
৫ উইকেটে ২৫০ রান নিয়ে দিন শুরু ওয়েস্ট ইন্ডিজকে পথ দেখান জাস্টিন গ্রিভস। তার ব্যাটেই বড় পুঁজি পায় স্বাগতিকরা। তৃতীয় টেস্ট খেলতে নামা গ্রিভস করেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। ২০৬ বলে ১১৫ রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি।
গ্রিভস সপ্তম উইকেটে ১৪০ রানের জুটি গড়েন কেমার রোচের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যা বাংলাদেশের রেকর্ড। ২৫২ মিনিট ক্রিজে কাটিয়ে ক্যারিয়ার সেরা ৪৭ রান করেন রোচ।
এরপর নেমে চাপে পড়ল বাংলাদেশ দল। যদিও বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পর সতর্কতায় শুরু করেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। দশম ওভারে এসে উদ্বোধনী জুটি থামে। তুলেন ২০ রান। জাকির ৩৫ বলে ১৪ ও জয় ৩৩ বলে ৪ রানে আউট।
মুমিনুল হক ও শাহাদাত হোসেন মিলে দিনের বাকি ৯ ওভার নিরাপদে কাটিয়ে দেন। শাহাদাত ১০ ও মুমিনুল ৭ রানে অপরাজিত রয়েছেন।
সন্দেহ নেই অ্যান্টিগা টেস্টে চাপে আছে বাংলাদেশ। ম্যাচে টিকে থাকতে হলে আজ রোববার তৃতীয় দিনে বড় জুটি চাই তাদের।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৪৪.১ ওভারে ৪৫০/৯ ডিক্লে. (গ্রেভস ১১৫*, জশুয়া ১৪, আলজারি জোসেফ ৪, কিমার রোচ ৪৭, সিলস ১৮, শামার জোসেফ ১১*; হাসান ২৭-৩-৮৭-৩, শরিফুল ১৮-৪-৫৩-০, তাসকিন ২৬-৩-৭৬-২, তাইজুল ৩৮-৭-১১১-১, মিরাজ ৩৫.১-৫-৯৯-২)।
বাংলাদেশ ১ম ইনিংস: ২০ ওভারে ৪০/২ (জয় ৫, জাকির ১৫, মুমিনুল ৭*, শাহাদাত ১০*; রোচ ৪-০-৬-০, ৬-৪-১৫-১, আলজারি জোসেফ ৫-৩-২-১, শামার জোসেফ ৩-১-৮-০, হজ ১-০-৩-০, আথানেজ ১-০-৪-০)।
Discussion about this post