একসময় যার ব্যাটে ভর করে ম্যাচের মোড় ঘুরে যেত, সেই সাকিব আল হাসান এখন যেন রান খুঁজে বেড়ানো এক পথিক। টি-টোয়েন্টি হোক বা টি-টেন-ফর্মের ফিরতি দেখা মিলছে না কিছুতেই। ক্যারিবিয়ানে চলমান ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টেও সেই চিত্রেরই পুনরাবৃত্তি ঘটছে।
গত রাতে কেমান দ্বীপপুঞ্জে মায়ামি ব্লেজের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। প্রতিপক্ষ ছিল বোকা র্যালটন ট্রেলব্লেজার্স। ভক্তরা চেয়েছিলেন-আজ বুঝি রান ফিরবে, জবাব দেবে অভিজ্ঞতা। কিন্তু মাঠে বাস্তবতা ছিল ভিন্ন।
অ্যাঞ্জেলো পেরেরা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ওপেনিংয়ে নামেন সাকিব। কিন্তু ইনিংস বড় করার আগেই মাত্র ৪ বল খেলে ২ রান করে আউট হয়ে যান তিনি। এর পরপরই নামে তুমুল বৃষ্টি। খেলা হয় মাত্র ২০ বল। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ম্যাচের সময় মায়ামির স্কোর ছিল ৩.২ ওভারে ২৬/২। অন্য ওপেনার ও’কলোনেল করেন ১৫ রান। বোলিংয়ে উইকেট পান ব্রাথওয়েট ও জশ কান।
টুর্নামেন্টে এটিই প্রথম ব্যর্থতা নয় সাকিবের জন্য। এই পর্যন্ত তিনি ৫ ম্যাচে করেছেন মাত্র ৫২ রান, উইকেট নিয়েছেন ৫টি। বোলিংয়ের ধার কিছুটা আছে ঠিকই, তবে ব্যাটিংয়ে নেই সেই আত্মবিশ্বাস বা আগ্রাসী মানসিকতা। দল মায়ামি ব্লেজও ভালো অবস্থানে নেই। ৬ ম্যাচে ৩ পয়েন্ট, অবস্থান পয়েন্ট টেবিলের ছয় নম্বরে। শীর্ষে রয়েছে ক্যারিবিয়ান টাইগার্স, ৬ ম্যাচে ৬ জয় নিয়ে।
Discussion about this post