বিশ্বকাপ মিশনের আগে রানে ফিরতে চেয়েছিলেন মুশফিকুর রহিম। তার সেই ইচ্ছেপূরণ হয়েছে। বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে রানে ফিরেছেন তিনি। একইভাবে রান পেলেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েস।
মঙ্গলবার চট্টগ্রামে বিসিবি এইচপি দলের বিপক্ষে মুশফিক ৯১ বলে করেন ৭০ রান। ইমরুল ৮১ বলে খেলেন ৬০। তার পথ ধরে বিসিবি এইচপির বিপক্ষে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল।
রানে ছিলেন না মুশি। শেষ ৬টি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে মাত্র ৫০ রান। বিশ্বকাপ মিশনের আগে রানে ফিরতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে এইচপি দলের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেন এই তারকা ক্রিকেটার। প্রথমটিতেই তিনি সফল।
চট্টগ্রামে ‘এ’ দলের বিপক্ষে আগে ব্যাট করে এইচপি ইউনিট। আকবর আলিদের ইনিংস থামে ২৪৭ রানে। ২৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমরুল-মুশফিকের ব্যাটে জিতে দল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেশ লড়েন তানজিদ হাসান তামিম ও মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় উইকেটে দুজন যোগ করেন ১৩০ রান। মাহমুদুল হাসান জয় ৩৮ রানে ফেরেন। তামিম ৯৩ বলে ৮১। শাহাদাত হোসেবন দিপু ৬৪ বলে ৫১ রান। আকবর আলি ২৪ বলে ২৮। ‘এ’ দলের হয়ে মোসাদ্দেক হোসেন নেন ৪ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন পেসার রুবেল হোসেন ও শহিদুল ইসলাম।
২৪৮ রানের জবাবে নেমে মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত দাপটে শুরু করেন। শান্ত ১৮ বলে ২৭। মুমিনুল ২৯ রান। এরপর ইমরুল ৮১ বলে ৫টি চারের সাহায্যে ৬০। মুশফিকও তুলেন ফিফটি। মোসাদ্দেক হোসেন ২৮। ৬ উইকেট ও ১৩ বল হাতে রেখে জয় পায় জয় তুলে নেয় ‘এ’ দল।
Discussion about this post