এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে দ্বীপ দেশটির পথে উড়াল দিচ্ছেন সাকিব আল হাসান। সব কিছু ঠিক থাকলে শনিবার সন্ধ্যায় দেশ ছাড়বেন তিনি। একদিন আগেই ওয়েস্ট ইন্ডিজে গেছেন জাতীয় দলের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বলিউড কিং শাহরুখ খানের মালিকানাধীন ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি।
মিরাজের অনেক আগেই সিপিএল খেলার অভিজ্ঞতা হয়েছে সাকিবের। এবারো তিনি আছেন জ্যামাইকা তালওয়াশ সঙ্গে। দলটি তাকে ছেড়ে দেয়নি। সিপিএলের পঞ্চম আসর শুরু হচ্ছে ৪ আগস্ট। টুর্নামেন্টে চার-পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবেন সাকিব-মিরাজ। কেননা, এরপরই আছে জাতীয় দলের হয়ে ব্যস্ততা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের ব্যস্ততাশুরু আসছে মাসেই।
আগামী ১৫ আগস্ট পর্যন্ত সিপিএলে খেলতে পারবেন সাকিব-মিরাজ। যদিও অজিদের সেই সফর নিয়ে শঙ্কা রয়েছে। বেতন-ভাতা নিয়ে ঝামেলার কারণে স্টিভেন স্মিথরা ঢাকায় না আসলে সাকিব-মিরাজ থেকে যাবেন উইন্ডিজে। তখন টুর্নামেন্ট শেষ করে আসার সুযোগ পাবেন দু’জন।
Discussion about this post