কাউন্টি মিশনে এখন ইংল্যান্ডে আছেন তামিম ইকবাল। এখন মাঠে নামার অপেক্ষায় আছেন বাংলাদেশ দলের এই ড্যাশিং ওপেনার। সবকিছু ঠিক থাকলে রোববারই এসেক্সের জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে তামিমের। এদিন রাতে তার দল কেন্টের বিপক্ষে নামবে তার দল এসেক্স।
জাতীয় দল থেকে ছুটি নিয়ে যাওয়া তামিম সব মিলিয়ে খেলতে পারেন আট থেকে নয়টি ম্যাচ। এরপরই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে তার। আসছে আগষ্টে অস্ট্রেলিয়ার সঙ্গে ২ টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। যদিও অজিরা এই সফরে আসবে কীনা সেটা এখনো শতভাগ নিশ্চিত নয়। সেক্ষেত্রে আরো কিছুদিন ইংল্যান্ডে থাকতে পারেন তামিম।
এদিকে রোববার বেকেনহ্যামে কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিকদের বিপক্ষে এসেক্সের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। এরইমধ্যে তামিমকে রেখে দল ঘোষণা করেছে এসেক্স।
কেন্টের বিপক্ষে এসেক্স দল-
তামিম ইকবাল, রায়ান টেন ডেসকাট, রবি বোপারা, ড্যান লয়েন্স, মোহাম্মদ আমির, বরুন চোপড়া, আসহার জাইদি, ম্যাট ডিক্সন, সিমন হার্মার, জেমস ফস্টার, জেমি পোর্টার, কালাম টেইলর, পল ওয়াল্টার, টম ওয়েস্টলি ও অ্যাডাম হুইটার।
এবার চলুন দেখে নিন তামিমের ম্যাচগুলোর সূচি-
০৯ জুলাই: কেন্ট বনাম এসেক্স – রাত ৮টা
১৩ জুলাই: এসেক্স বনাম সমারসেট – রাত ১২টা
১৬ জুলাই: এসেক্স বনাম গ্ল্যামরগান – সন্ধ্যা সাড়ে ৭টা
১৯ জুলাই: সারে বনাম এসেক্স – রাত সাড়ে ১১টা
২১ জুলাই: এসেক্স বনাম হ্যাম্পশায়ার – রাত ১২টা
২৩ জুলাই: গ্ল্যামরগন বনাম এসেক্স – সন্ধ্যা সাড়ে ৭টা
২৭ জুলাই: মিডলসেক্স বনাম এসেক্স – রাত সোয়া ১১টা
২৯ জুলাই – এসেক্স বনাম গ্লেচেস্টারশায়ার – রাত ১২টা
Discussion about this post