ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
সবকিছু ঠিক থাকলে শুক্রবার মধ্য রাতেই ওয়েস্ট ইন্ডিজের পথে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়া দল রওনা দিয়েছে। প্রথমে দুবাই তারপর সেখান থেকে নিউইয়র্ক। সেই রাস্তা ধরেই ক্যারিবীয় দ্বীপ অ্যান্টিগায় যাবে বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবি’র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, যিনি সফরে ভারপ্রাপ্ত ম্যানেজার তিনিই এখবর নিশ্চিত করেছেন। শুক্রবার দিবাগত রাত ১ টা ৪০ মিনিটে ঢাকা ছাড়ার কথা তামিম-মুশফিকুর রহীমদের। তবে ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারছেন না মেহেদী হাসান মিরাজ।
ঈদের ছুটিতে পরিবার নিয়ে সাকিব আছেন মার্কিন যুক্তরাস্ট্রে। সেখান থেকেই দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। নিউইয়র্ক থেকে জাতীয় দলের বহর যখন অ্যান্টিগা যাবে। শুরুতেই ২৭ ও ২৮ জুন একটি দু দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
৪ জুলাই বাংলাদেশ-ওয়েষ্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ১২ জুলাই থেকে জ্যামাইকার স্যাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তারপরই ২২ জুলাই গায়ানায় মাশরাফি বিন মর্তুজার দল লড়বে সিরিজের প্রথম ওয়ানডেতে লড়বে। পরের দুটি একদিনের ম্যাচ ২৫ ও ২৮ জুলাই গায়ানা ও সেন্ট কিটসে। ৩১ জুলাই সেন্ট কিটসে দুই দলের প্রথম টি টুয়েন্টি। তিন ম্যাচের দ্বিতীয় ও শেষ ম্যাচ দুটি হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৪ ও ৫ আগষ্ট।
বাংলাদেশ টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ, নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম।
স্ট্যান্ডবাই: ইয়াসিন আরাফাত, আবু হায়দার, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান।
Discussion about this post