ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুরুতে তিনি ছিলেন টেস্ট ক্রিকেটার। সাদা পোশাকে বল হাতে ঘূর্ণি যাদু দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সময়ের সঙ্গে পথ চলতে চলতে সব ফরম্যাটেই মানিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার। হয়ে উঠেছেন জাতীয় দলের অপরিহার্য এক ক্রিকেটার। ২০১৬ সালে জাতীয় দলের জার্সি গায়ে দিয়েই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এরইমধ্যে বড় দ্বায়িত্ব পেয়েছেন তিনি। শনিবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে রাজশাহী কিংসের অধিনায়ক হলেন তিনি।
রাজশাহী এবার তারুণ্য নির্ভর দল। মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার আর মমিনুল হকদের নেতৃত্ব দিতে দেখা যাবে তাকে। দলে বিদেশী ক্রিকেটার হিসেবে আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকাট, শ্রীলঙ্কার ইসুরু উদানা ও সেকুগে প্রসন্নেসহ অনেকে।
২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ। তখন ব্যাট-বল হাতে দারুণ সফল ছিলেন ক্রিকেটার। তার হাত ধরেই দল উঠেছিল সেমিফাইনালে। বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছিলেন মিরাজ। তখনই অনেকে তাকে এ ক্রিকেটারের মধ্যে জাতীয় দলের ভবিষ্যৎ অধিনায়কের ছায়া দেখতে পেয়েছিলেন।
রাজশাহী কিংসে মিরাজের ডেপুটি সৌম্য সরকার। দলের কোচ হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক বিধ্বংসী অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। গত বিপিএলে রাজশাহীর অধিনায়ক ছিলেন ড্যারেন স্যামি। তার নেতৃত্বে দলটি উঠেছিল সেমিফাইনালে।
Discussion about this post