টেস্ট মিশন শেষে এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে লড়াই। এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য রোববার ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। তারকা লেগ স্পিনার রশিদ খান ও অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী এবার আসছেন বাংলাদেশ সফরে।
এই মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি রশিদ খান। এরপর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রাম দেওয়া হয় তাকে। বাংলাদেশ সফরের একমাত্র টেস্টে রশিদ খানকে রাখেনি আফগানিস্তান। কিন্তু ওয়ানডে সিরিজের দলে রয়েছেন তিনি।
একইসঙ্গে ওয়ানডে বিশ্বকাপের জন্য রিজার্ভ হিসেবে আরও ১০ জনের নামও ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। ফগানিস্তানের সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে নুরের সঙ্গে বাদ পড়লেন ফরিদ আহমেদ মালিক। দলে ফিরেছেন শাহিদউল্লাহ কামাল, জিয়া উর রহমান আকবর, ইজহারুলহক নাভিদ, ওয়াফাদার মোমান্দ, সালিম শফি, সৈয়দ আহমাদ শিরজাদ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ৫ জুলাই শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ। একই মাঠে পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ও ১১ জুলাই। সেই মিশনে আগামী ১ জুলাই আফগানরা ফের বাংলাদেশে আসবে।
আফগানিস্তানের ওয়ানডে দল
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, শাহিদউল্লাহ কামাল, ইকরাম আলিখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, জিয়া উর রহমান আকবর, ইজহারুলহক নাভিদ, আব্দুল রহমান, ওয়াফাদার মোমান্দ, সালিম শফি ও সৈয়দ আহমাদ শিরজাদ।
রিজার্ভ: করিম জানাত, জুবাইদ আকবরি, কাইস আহমেদ, ইহসানউল্লাহ জানাত, গুলবাদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ, নাভিন উল হক, ফরিদ মালিক, দারউইশ রসুলি ও ইশহাক রহিমি।
Discussion about this post