ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের চলে এসেছে মুসলিমদের মহিমান্বিত মাস মাহে রমজান। সিয়াম সাধনার এই মাসে অনেকটা গৃহবন্দি হয়ে আছে শহরের মানুষ। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। সাধারণ ছুটির এই সময়ে সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। এরমধ্যে নতুন বছরের প্রথম দিনে আজ বুধবার শুরু হয়েছে রমজান।
মাহে রমজানে মুশফিকুর রহিম আছেন শ্রীলঙ্কায়। সামনে টেস্ট মিশন। তার আগে দ্বীপ দেশটিতে হোটেল কোয়ারেন্টাইনে আছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেখানে থেকেই রমজানের শুভেচ্ছা জানালেন মুশফিক। মহান সৃষ্টিকর্তার কাছে তার প্রার্থনা, ‘পবিত্র এই রমজান মাসে মহান আল্লাহ যেনো সবার কষ্ট কমিয়ে দেন, রহমত নাজিল করেন এবং জীবনকে সমৃদ্ধ করেন। সবাইকে রমজান মোবারক।’
সাকিব আল হাসান এখন ব্যস্ত আইপিএলে। খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তারই ফাঁকে সবাইকে জানালেন রমজানের শুভেচ্ছা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তারকা অলরাউন্ডার লিখলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রয়োজন ধৈর্য্য ও সহানুভূতি। একমাত্র আল্লাহ তায়ালা আমাদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দিতে পারেন। আসুন পবিত্র রমজান মাসে আমরা সবাই মিলে আমাদের দেশ ও জনগনের মঙ্গলের জন্য প্রার্থনা করি। সবাইকে রমজানুল মোবারক।’
রমজানের শুভেচ্ছা জানালেন তামিম ইকবালও। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক করোনায় স্বাস্থ্যবিধির কথা মনে করিয়ে লিখেছেন, ‘সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা। সবাই সুস্থ্য ও নিরাপদে থাকুন।’
পেসার রুবেল তার অফিসিয়াল ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, আলহামদুলিল্লাহ, রমজানের চাঁদ দেখা গিয়েছে…, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।
বাংলাদেশ দল রোজার প্রথম দিনে আছে শ্রীলঙ্কায়। কলম্বোর পাশে নিগোম্বো নামের দলটির কোয়ারেন্টাইন। সাগরের পাশে নিগোম্বোর জেট ইয়াং বিচ হোটেলে সময় কাটছে ক্রিকেটারদের। সামনে দুই টেস্ট ম্যাচের সিরিজ। তার আগে ৩দিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনের সুযোগ পাবেন টাইগার ক্রিকেটাররা।
ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের দুটি টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট শুরু ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল থেকে শুরু।
Discussion about this post