ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হতাশাই সঙ্গী হলো রংপুর রেঞ্জার্সের। শুরুতে সম্ভাবনা জাগিয়েছিলেন তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানরা। কিন্তু উত্তরবঙ্গের দলটির ব্যাটসম্যানরা যারপরনাই ফ্লপ! ঢাকা প্লাটুনের বোলারদের তোপে উড়ে গেল রংপুর। এই জয়ে শেষ চারে জায়গা পেল মাশরাফি বিন মুর্তজার দল।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ৬১ রানে জিতেছে ঢাকা।
১৪৬ রানের টার্গেটে নেমে ১৫.৩ ওভারে মাত্র ৮৩ রানে অলআউট রংপুর। চলতি বঙ্গবন্ধু বিপিএলে এটি দলীয় দ্বিতীয় সর্বনিম্ম স্কোর। এর চেয়ে কম কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে তুলেছিল এই রংপুরেরই। ৬৮ রানে অলআউটের লজ্জায় ডুবে দল।
একপেশে ম্যাচে ১৪ রানে ৩ উইকেট নিয়ে নেন অফ স্পিনার মেহেদি। দুটি করে উইকেট শাদাব খান, মাশরাফি ও ফাহিম আশরাফের। তাদের দাপটেই খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালসের পর শেষ চারে দল জায়গা করে নেয় ঢাকা। সিলেটের পর বিদায় নিয়েছে রংপুর।
হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে ঢাকার শুরুটা ভাল ছিল না। শুরুতেই ফেরেন এনামুল হক। এরপর মেহেদিকে সাজঘরে পাঠালেন মোহাম্মদ নবি। মুমিনুল হকও তেমন কিছু করতে পারেনি। তারপর আরিফুল হককে আউট করেন তাসকিন। তারপর টানা দুই বলে ফেরেন তামিম ইকবাল ও আসিফ আলির উইকেট। এর আগে তামিম ৩৮ বলে করেন ৪০ রান।
শাদাব করেন ১৯ বলে তিন ছক্কা ও এক চারে অপরাজিত ৩১ রানে। ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। ৩৪ রানে ৩ উইকেট নেন মুস্তাফিজ। এই অর্জনে ১৯ উইকেট নিয়ে আসরে উইকেট শিকারিদের শীর্ষে বাঁহাতি এই পেস বোলার।
এরপর জবাবে নেমে শুরুতে ধাক্কা খায় রংপুরও। প্রথম ওভারেেই টানা দুই বলে মোহাম্মদ নাঈম শেখ ও শেন ওয়াটসনকে আউট করেন মেহেদি। তারপর একের পর এক উইকেট হারিয়েছে দল। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্ক গেলেন শুধু ক্যামেরন দেলপোর্ত।
বঙ্গবন্ধু বিপিএলে ১০ ম্যাচে সপ্তম জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ঢাকা। ১১ ম্যাচে সপ্তম হারে রংপুর ৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা প্লাটুন: ২০ ওভারে ১৪৫/৯ (তামিম ৪০, এনামুল ১১, মেহেদি ১, আরিফুল ১৩, মুমিনুল ৭, আসিফ ৯, থিসারা ১০, শাদাব ৩১*, আশরাফ ৫, মাশরাফি ৬, মাহমুদ ০*; সানি ৩-০-১৯-০, মুস্তাফিজ ৪-০-৩৪-৩, গ্রেগোরি ৪-০-২৮-১, তাসকিন ৪-০-৩২-৩, নবি ৪-০-২১-২, দেলপোর্ত ১-০-৯-০)
রংপুর রেঞ্জার্স: ১৫.৩ ওভারে ৮৪ (নাঈম ৪, ওয়াটসন ০, দেলপোর্ত ২০, গ্রেগোরি ৫, মাহমুদ ৩, আল আমিন ২৩, নবি ১২, জহুরুল ৮, সানি ০, তাসকিন ৪*, মুস্তাফিজ ২; মেহেদি ৩.৩-০-১২-৩, মাশরাফি ৪-০-১৮-২, আশরাফ ৩-০-২৬-২, মাহমুদ ১-০-১১-১, শাদাব ৩-০-১৪-২)
ফল: ঢাকা প্লাটুন ৬১ রানে জয়ী
ম্যাচসেরা: শাদাব খান
Discussion about this post