বিস্ময়কর! রীতিমতো বিস্ময়কর। দেশের ক্রিকেট ইতিহাসে কালো এক দিন। প্রথমবারের মতো ক্রিকেটের অখ্যাত দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুখোমুখি হয়েই কীনা হার দেখল বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের উইকেট-কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে আগেভাগে ৩ ম্যাচ সিরিজ খেলছে বাংলাদেশ। কিন্তু শুরুতেই হারল নাজমুল হোসেন শান্তর দল। ব্যাটিং-বোলিংয়ে দাপট দেখিয়েই তাদেরকে ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশের ১৫৩ রান ৩ বল বাকি থাকতে টপকে যায় স্বাগতিক দল। যাদের দলটাই গড়া হয়েছে অভিবাসীদের দিয়ে!
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জয় এটি। আয়ারল্যান্ডকে এর আগে হারায় তারা। বাংলাদেশের বিপক্ষে প্রথম সাক্ষাতেই পেলো জয়!
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা জিতলেও ব্যর্থতা সঙ্গী ছিল। সেসব দৃশ্য দেখা গেল এখানেও। এমন হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দিয়েছেন ব্যাটিংকে। বলেন, ‘আমার মনে হয় আমরা ভালো ব্যাট করিনি। মাঝের ওভারে বেশ কিছু উইকেট হারিয়েছি আমরা। যদিও দারুণ শুরু পেয়েছিলাম, তবে শেষটা ভালোভাবে করতে পারিনি। মাঝে উইকেট হারিয়ে না ফেললে আরও ২০ রান বেশি করতে পারতাম। তাহলে অন্যরকম হতে পারত ম্যাচটা।’
শান্ত দায়টা চাপালেন জিম্বাবুয়ে সিরিজে ভালো উইকেটে না খেলার ওপর। ক্যাপ্টেন বলেন, ‘আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি।’
একই মাঠে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে। তবে বিশ্বকাপের আগে বাংলাদেশ চাপে পড়ে গেল তাতে সন্দেহ নেই!
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৩/৬ (লিটন ১৪, সৌম্য ২০, শান্ত ৩, হৃদয় ৫৮, সাকিব ৬, মাহমুদউল্লাহ ৩১, জাকের ৯*; সৌরভ৪-০-২৭-১, আলি খান ৪-০-৪৯-১, জেসি ৩-১-৩০-১, টেইলর৩-০-৯-২, অ্যান্ডারসন ২-০-১০-০, হারমিত ৪-০-২৭-০)
যুক্তরাষ্ট্র: ১৯.৩ ওভারে ১৫৬/৫ (টেলর ২৮, মোনাঙ্ক ১২, গাউস ২৩, জোন্স ৪, নিতিশ ১০, অ্যান্ডারসন ৩৪*, হারমিত ৩৩*; মাহমুদউল্লাহ ২.৩-০-২০-০, শরিফুল ৪-০-৩১-১, মেহেদি ৪-০-২৭-০, সাকিব ৩-০-১৬-০, মুস্তাফিজ ৪-০-৪১-২, রিশাদ ২-০-১৬-১)
ফল: যুক্তরাষ্ট্র ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: হারমিত সিং।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে যুক্তরাষ্ট্র ১-০তে এগিয়ে।
Discussion about this post