ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। ১৪ আগস্ট শুরু হওয়া আসরের উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে ১৬ বলে ১১ রান করেন তিনি, বল হাতে এক ওভারে দেন মাত্র ৬ রান। তবে সিপিএল চলাকালীনই নিশ্চিত হলো তার পরবর্তী গন্তব্য-যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট।
ইন্টারন্যাশনাল ওয়াইল্ড কার্ড ক্যাটাগরিতে সাকিবকে দলে নিয়েছে মাইনর লিগ ক্রিকেটের সাউদার্ন ডিভিশনের দল আটালান্টা ফায়ার। ড্রাফট শেষ হওয়ার পরও টুর্নামেন্ট শুরুর আগে সাকিবকে অন্তর্ভুক্ত করে তারা। সিপিএল শেষেই দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।
আটালান্টা ফায়ার তাদের মিশন শুরু করবে ৩০ আগস্ট, প্রতিপক্ষ ওরলান্ডো গ্যালাক্সি। সাউদার্ন ডিভিশনে তাদের প্রতিদ্বন্দ্বী দলগুলো হলো—ওরলান্ডো গ্যালাক্সি, লডারডেল লায়ন্স, মরিসভিলে র্যাপ্টোর্স, বাল্টিমোর রয়্যালস ও আটালান্টা লাইটিং।
প্রতিটি দল গ্রুপের অন্যদের সঙ্গে দু’বার করে মুখোমুখি হবে। ২৭ সেপ্টেম্বর আটালান্টা লাইটিংয়ের বিপক্ষে গ্রুপ পর্ব শেষ করবে সাকিবের দল। শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে, যা শুরু হবে ৩০ সেপ্টেম্বর। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর।
সাকিব ছাড়াও আটালান্টা ফায়ারে খেলবেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের তারকা স্টিভেন টেলর ও অ্যারন জোন্স-যারা বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন। এছাড়া রয়েছেন আরিয়ান প্যাটেল, জুনোয় ড্রাইসডেল, সানি প্যাটেল, পল পালমারসহ আরও কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার।
Discussion about this post