ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রীতিমতো ধামাকা থাকছে বিশেষ বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে। শনিবার পুরো অনুষ্ঠানের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সূচি বলছে বিকাল থেকে রাত অব্দি চলবে আনন্দ আয়োজন।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে নাচ-গান আর আতশবাজির পসরা থাকছে।
বাংলা গান দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে। তারপর রাত ১০টা ২০ মিনিটে বলিউপ মহা তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফের নাচ দিয়ে শেষ হবে অনুষ্ঠান।
এরমধ্যে রাত সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্র্যান্ড স্ট্যান্ডের ব্যালকনিতে দাড়িয়ে বঙ্গবন্ধু বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা করবেন।
এদিকে মাঠের ভেতর মঞ্চের সামনে বসে অনুষ্ঠান দেখতে প্রতিজন দর্শককে খরচ করতে হবে ১০ হাজার টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ২৫০০ টাকা। ক্লাব হাউসের টিকিটের দাম ১০০০ টাকা। ৫ হাজার টাকার টিকিটেও নতুন করে যুক্ত করেছে বিসিবি।
চলুন দেখে নেই এক নজরে কী থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে-
১. সন্ধ্যা ৫টা ২৫ মিনিট: ‘ডি রকস্টার’ শুভ’র গান
২. সন্ধ্যা ৫টা ৩৫মিনিট: রেশমী মির্জার পারফরমেন্স
৩. সন্ধ্যা ৬টা: নগর বাউল খ্যাত জেমসের গান
৪. সন্ধ্যা ৬টা ৪০ মিনিট: ফোক সম্রাজ্ঞী মমতাজের গান
৫. রাত ৭টা ২০ মিনিট: অনুষ্ঠান স্থলে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৬. রাত ৭টা ৩০ মিনিট: বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৭. রাত ৭টা ৩০ থেকে ৭টা ৪০ মিনিট: হোম অব ক্রিকেট এলাকায় আতশবাজি
৮. রাত ৭টা ৪৫ মিনিট: ভারতীয় শিল্পী সনু নিগমের গান
৯. রাত ৮টা ৩৫ মিনিট: লেজার বীম শো
১০. রাত ৮টা ৫৫ মিনিট: ভারতীয় গায়ক কৈলাশ খের এর গান
১১. রাত ৯টা ৩৫ মিনিট: ক্যাটরিনা কাইফের নাচ
১২. রাত ১০টা: বলিউড মেগাস্টার সালমান খানের পারফরম্যান্স
১৩. রাত ১০টা ২০ মিনিট: সালমান ও ক্যাটরিনার যৌথ নাচ
Discussion about this post