ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকার টেস্টের তৃতীয় দিনে স্পিনাররা সুবিধা পেতে শুরু করেছে। তাই এখানে চতুর্থ ইনিংসে তিনশ রানের আশে পাশে লক্ষ্য পেলে ছোঁয়া কঠিন হবে। তবে মেহেদি হাসান মিরাজ শনিবার জানিয়ে দিলেন, যতটা সম্ভব লক্ষ্য ছোট রেখে জয়ের জন্যই খেলবে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টে চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের ভীষণ কঠিন লক্ষ্য ছুঁয়ে রূপকথার এক জয় তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষের সেই সাফল্য দেখেই ঢাকা টেস্টে জয়ের আত্মবিশ্বাস পাচ্ছেন মিরাজ, ‘বিশ্বাস করি, আমাদের সিনিয়র খেলোয়াড়রা যদি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ নিতে পারে তাহলে এই ম্যাচে যে কোনো কিছুই হতে পারে। প্রথম ম্যাচে কি হয়েছে? আমরা কেউ কখনও ভাবিনি ওই ম্যাচ হেরে যাব। দুর্ভাগ্যজনকভাবে আমরা কিন্তু হেরেই গিয়েছি। আমরা চিন্তা করেছিলাম, হয় আমরা জিতব নয়তো ম্যাচটা ড্র হবে।’
মিরাজ আরও বলেন, ‘ক্রিকেট খেলায় সব কিছুই হতে পারে। লক্ষ্য যত রানই হোক না, সব খেলোয়াড়ের জন্য একটা চ্যালেঞ্জ থাকবে, একটা সুযোগ থাকবে। এমন ম্যাচ যদি আমরা জিততে পারি তাহলে আমাদের আত্মবিশ্বাস অনেক ভালো থাকবে। এবং ভবিষ্যতে আমাদের জন্য খুব ভালো হবে।’
তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের এগিয়ে ১৫৪ রানে। উইকেট থেকে টার্ন মিলতে শুরু করায় প্রতিটি রান করতে এখন সংগ্রাম করতে হবে জানিয়েছেন মিরাজ, ‘পঞ্চম দিনে ব্যাটিং করা সব সময়ই কঠিন। চতুর্থ ইনিংসে ব্যাটিং করা খুব কঠিন। ওদের যদি খুব দ্রুত গুটিয়ে দিতে পারি আমাদের জন্য খুব ভালো হবে। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় উইকেট হয়তো খুব ভালো ছিল। এখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় বল টার্ন করছে। অনেক সময় বল নিচুও হচ্ছে। এখন কিন্তু রান করাটা খুব কঠিন হয়ে যাবে। পঞ্চম দিনে আরও বেশি কঠিন হবে।’
মিরপুরের উইকেটে চতুর্থ ইনিংসে তিনশ রান করাটা সব সময় অনেক চ্যালেঞ্জিং। এজন্য মিরাজ চান লক্ষ্যটা দেড়শ বা দুইশ রানের মধ্যে।
Discussion about this post