অভিমান ভুলে আবারো নেতৃত্বে ফিরলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। গতবছর জুলাইয়ে হঠাৎ করেই তিন ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছেড়েছিলেন তিনি। কিন্তু মাত্র ছয় মাসের মধ্যেই ফের ক্যাপ্টেন্সি বুঝিয়ে দেয়া হল তাকে। এই অলরাউন্ডারকে নেতৃত্বে রেখেই বাংলাদেশে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১৬ সদস্যের ওয়ানডে দলে ফিরেছেন দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস ও ভানিদু হাসারাঙ্গা। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার শেহান মাদুশানাকা।
অবশ্য চন্ডিকা হাথুরুসিংহে শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পরই ধারনা করা হচ্ছিল পাল্টে যাবে হিসেব-নিকেশ। শেষ পর্যন্ত কোচের অনুরোধেই নেতৃত্বে ফিরেছেন তিনি। ম্যাথুস বলছিলেন, ‘যখন আমি সরে দাঁড়ালাম, আবার অধিনায়কত্ব নেওয়ার কথা চিন্তাই করিনি। কিন্তু যখন আমরা ভারত সফর থেকে ফিরলাম, সভাপতি আমার সঙ্গে আলোচনা করেন। হাথুরু ও নির্বাচকরাও আমাকে আবার অধিনায়কত্ব নেওয়ার কথা বিবেচনা করতে বলেন। এটা নিয়ে ভাবার জন্য আমি কয়েক দিন সময় নিয়েছি, কারণ কিছু বিষয় গ্রহণের সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে।’
ম্যাথুস আরো বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে হাথুরুকে চিনি। আমি জানি, তিনি কীভাবে পরিচালনা করেন। তার সঙ্গে কাজ করা অনেক সহজ হবে।’
আগামী ১৫ জানুয়ারিতে থেকে ঢাকায় শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। যেখানে বাংলাদেশের সঙ্গে লড়বে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।
:
ওয়ানডের শ্রীলঙ্কা দল
অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলকা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুসল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদিপ, দুশমন্থ চামিরা, শিহান মদুশঙ্কা, আকিলা দনাঞ্জয়া, লাকশান সান্দাকান, ভানিদু হাসারাঙ্গা।
Discussion about this post