ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চোট নিয়েই মাঠে নেমেছিলেন তিনি। পাজরের ইনজুরি আড়াল করে ব্যাট হাতে নেমেই জয়ের নায়ক মুশফিকুর রহীম।তার অসাধারন সেঞ্চুরিতেই এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এটিই রানের হিসেবে বিদেশের মাটিতে এটাই টাইগারদের সবচেয়ে বড় জয়।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার রাতে ১৪৪ রানের দারুণ এক ইনিংস খেলেন মুশফিক। যা ওয়ানডেতে তার ক্যারিয়ার সেরা ইনিংস। আগের সেরা ইনিংসটি ১১৭ রানের, ২০১৪ সালের, প্রতিপক্ষ ভারত।
আবার মুশফিকের শনিবারের ইনিংসটি এশিয়া কাপে কোনো বাংলাদেশী ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। আগের সর্বোচ্চ ১১৭ রান। সেটি অবশ্য তারই। একইসঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষেও কোনো বাংলাদেশী ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস এটি।
বাংলাদেশী ব্যাটসম্যানদের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ১৪৪। সর্বোচ্চ ১৫৪ রানের ইনিংসটি ২০০৯ সালে খেলেন তামিম ইকবাল, জিম্বাবুয়ের বিপক্ষে। এশিয়া কাপে মোট দুটি শতরান আছে মুশফিকের। অন্য ৩টি সেঞ্চুরি করেন মোহাম্মদ আ্যশরাফুল, অলক কাপালি আর এনামুল হক বিজয়।
সব মিলিয়ে প্রথম ম্যাচটা দারুণ কেটেছে বাংলাদেশের। ২০ সেপ্টেম্বর গ্রুপ পর্বে শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
Discussion about this post