ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় লড়াই মানে অন্যরকম এক উত্তাপ। যা গত ২০১৫ বিশ্বকাপের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও দেখা গিয়েছিল। যদিও হেরেছিল টাইগাররা। তবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হওয়া ঐ ম্যাচে দারুণ একটি ঘটনা এতোদিন এবার জানিয়েছেন রোহিত শর্মা।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ব্যাটিং করছিলেন তামিম ইকবাল। এমন সময় উইকেটের পেছন থেকে জোরে পাঞ্জাবি গান গাওয়া শুরু করেন শিখর ধাওয়ান! তামিম নাকি মাথা ঘুরিয়ে দেখেন, মাঠে আচমকা গান ধরা ব্যক্তি স্লিপে দাঁড়ানো ভারত ওপেনার। সম্প্রতি এক অনলাইন আড্ডায় রোহিত এই ঘটনার ব্যাখ্যা দেন, ‘আমি ছিলাম প্রথম স্লিপে, ধাওয়ান তৃতীয়। হুট করেই সে জোরে গান ধরে। বোলার তখন বল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর ব্যাটসম্যান তামিম তো অবাক। সে বুঝতে পারছিল না কী হচ্ছে। এখন শুনতে হয়তো হাস্যকর মনে হচ্ছে না, তবে ঘটনার সময় আমরা কেউই হাসি থামাতে পারছিলাম না।’
ভারতীয় ড্রেসিংরুমের সবচেয়ে আড্ডাবাজদের একজন ধাওয়ান। মাঠে ও মাঠের বাইরে মুখে হাসি যেন লেগেই থাকে। তবে গান গাওয়ার দিক দিয়ে তেমন পরিচিত নন তিনি। তবে ব্যাট করার সময় রোহিত শর্মার সঙ্গে শুধু গুন গুন করেন এ ওপেনার।
রোহিতের সঙ্গে সেই অনলাইন আড্ডায় উপস্থিত ছিলেন ধাওয়ানও। দর্শকদের বিনোদন দিতে দুই লাইন গান গেয়েও শুনিয়েছিলেন তিনি। তার গান বেশ মজাই পেয়েছেন দর্শকরা।
Discussion about this post