ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সেমি-ফাইনালের টিকিট মিলেছে আগেই। তারপরও ছন্দে আছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। শনিবার তারা হারিয়েছে নিউজিল্যান্ডকে। তারপরও মাটিতেই পা থাকছে বর্তমান চ্যাম্পিয়নদের। দলটির তারকা পেসার মিচেল স্টার্ক জানিয়েছেন, এখনো সেরাটা দেওয়ার বাকি রয়েছে!
কিউইদের বিপক্ষে স্টার্ক একাই নেন ৫টি উইকেট। ম্যাচ শেষে এই পেসার বলেন, ‘আমরা এখনও সেরা পারফরম্যান্সের খোঁজে আছি। এখনও সেরা অবস্থানে পৌঁছাতে পারিনি। তবে তার ঝলক কিছুটা হলেও দেখাতে পেরেছি। ব্যাট, বল ও ফিল্ডিংয়ে সমান তালে সেরাটা দিতে পারছি না আমরা। তবে উন্নতির জায়গা এখনও রয়েছে এবং খেলোয়াড়রা সেগুলোতে ভালো করতে মুখিয়ে আছে।’
বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার। ২০০৭ সালে এই অজি পেসার নেন ২৬ উইকেট। স্বদেশি কিংবিদন্তির ওই রেকর্ড ভাঙতে আর মাত্র ৩ উইকেট চাই স্টার্কের। অবশ্য রেকর্ডে নয়, তার চোখ দলের জয়ে।
স্টার্ক বলেন, ‘আসলে রেকর্ড কোনও কাজে আসবে না যদি বিশ্বকাপ না জিতি। তাই আমি এই গ্রুপে কার্যকরী ভূমিকা রেখেই খেলতে চাই। অধিনায়ক অ্যারন ফিঞ্চের নেতৃত্বে আমাদের দলটি আরও ভালো করতে আত্মবিশ্বাসী। আমরা আরও এগিয়ে যেতে চাই।’
Discussion about this post