ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টেন খেলতে গিয়ে প্রথম ম্যাচেই রান পেলেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। মারাঠা অ্যারাবিয়ান্স তার অধিনায়কের ঝড়ো ইনিংসেও জিততে পারল না। দিল্লি বুলসের কাছে বড় ব্যবধানেই হার মানল মারাঠা। আবুধাবি শুক্রবার রাতে ৯ উইকেটে জিতেছে দিল্লি। প্রতিপক্ষের ৮৭ রান পাঁচ ওভারেই টপকে যায় তারা।
ম্যাচে বাংলাদেশের দুই ক্রিকেটার সোহাগ গাজী ও মুক্তার আলিও খেলেন। তবে অফ স্পিনার সোহাগ তেমন কিছু করতে পারেন নি। আবার হতাশ করেন পেসার মুক্তারও।
শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চাপে থাকা মারাঠাকে টেনে তুলেন মোসাদ্দেক। ২২ বলে ৫ চার ও এক ছক্কায় করেন অপরাজিত ৩৫। মুক্তার আলি এক ওভারে ৩৩ ও সোহাগ গাজী ১৫ রান দিয়ে উইকেট পাননি।
এর আগে শুক্রবারের দিনের প্রথম ম্যাচে বোলিংয়ে হতাশ করেন নাসির হোসেন। কালান্দার্সের বিপক্ষে তার দল পুনে ডেভিলস ৯ উইকেটে হারে। ২ উইকেটে ১০ ওভারে ১০৭ রান তুলে পুনে। ৭.১ ওভারে জয়ের পা রাখে কালান্দার্স। আগের ম্যাচে ৩ উইকেট নেওয়া নাসির এবার ১ ওভারে দিলেন ২১ রান।
Discussion about this post