ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কার সঙ্গে ক্রিকেট সিরিজ নিয়ে নাটক শেষই হচ্ছে না। গত বছরই এই দলটির সঙ্গে লড়াইয়ের কথা ছিল। কিন্তু করোনার কারণে সেটি সম্ভব হয়নি। তবে এ বছর দু’বার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ব্যস্ত সূচিও টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে নিউজিল্যান্ডে যাবে টাইগাররা। তারপরই শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। মে মাসে বাংলাদেশে আসছে লঙ্কানরা।
বুধবার চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানাচ্ছিলেন, ‘শ্রীলঙ্কা দল মে মাসে আসবে বাংলাদেশে। এর আগেও আমরা সেখানে যেতে পারি, পরেও যেতে পারি। দুইটা ট্যুরই নিশ্চিত আছে।’
আকরাম লঙ্কানদের এই সফর নিয়ে আরও বললেন, ‘যেহেতু এটা (টেস্ট চ্যাম্পিয়নশিপ) বাতিল হয়ে গিয়েছিল, আর আমাদের দুই বোর্ডেরই সময়ের একটা ব্যাপার আছে। আমরা চিন্তাভাবনা করছি। আমাদের খেলোয়াড়দের বিশ্রামেরও একটা ব্যাপার আছে। এটা আসলে খেলোয়াড়দের জন্য বেশ কষ্টসাধ্য। বায়ো বাবল খেলোয়াড়দের জন্য বড় একটা চাপ। তো এটাও আমরা মাথায় রেখেছি। খেলোয়াড়দের বিশ্রাম গুরুত্বপূর্ণ। সবকিছু বিবেচনা করেই ট্যুরটা করছি আমরা।’
কোভিড-১৯ এর কারণে ২০২০ সালে দীর্ঘদিন বন্ধ ছিল ক্রিকেট। তবে এবছর কাটবে ব্যস্ত সময়। শ্রীলঙ্কার সফর নিশ্চিত থাকলেও, জিম্বাবুয়ে সফরের বিষয়ে সরাসরি কিছুই জানাতে পারেন নি আকরাম। চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘(শ্রীলঙ্কার বিপক্ষে) দুটা সিরিজই কনফার্ম আছে। জিম্বাবুয়েরটা এখনও নিশ্চিত না, আমরা কিছুদিনের মধ্যেই নিশ্চিত হবো। যেহেতু এটা (শ্রীলঙ্কা সফর) বাতিল হয়ে গিয়েছিল আর আমাদের দুই বোর্ডেরই সময়ের একটা ব্যাপার আছে। তাই আমরা চিন্তাভাবনা করছি।’
সব মিলিয়ে এই বছরটা ব্যস্ততাতেই কাটছে টাইগারদের।
Discussion about this post