ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিশ্চিত করেই সুখবর রাসেল ডমিঙ্গোর। বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে সম্পর্কটা দীর্ঘ হচ্ছে এই দক্ষিণ আফ্রিকানের। একইসঙ্গে জিম্বাবুয়ে সফরে ব্যাটিং পরামর্শ দায়িত্ব পাওয়া অ্যাশওয়েল প্রিন্সের কাজে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই জনের সঙ্গেই ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রাখছে বিসিবি।
২০১৯ সালে দুই বছরের চুক্তিতে বাংলাদেশে ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পেয়েছিলেন রাসেল ডমিঙ্গো। তার সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদকাল শেষ হবে ২০ আগষ্ট। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের আগে ডমিঙ্গোর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে বিসিবির। এরপর নতুন কোচ নিয়োগ দিচ্ছে না বিসিবি।
বাড়বে ডমিঙ্গোর সঙ্গে চুক্তির মেয়াদ। সব ঠিক থাকলে সামনেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ছে ডমিঙ্গোর মেয়াদ। তার গত দুই বছরের মেয়াদে ভারতে গিয়ে তাদের বিপক্ষে টি-টুয়েন্টিতে জয় পায় টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়েকে হারায় ওয়ানডে সুপার লিগে। আছে শ্রীলঙ্কায় টেস্ট জয়। অস্ট্রেলিয়া বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জয়ের স্মৃতি তো তাজা।
তার মেয়াদে ১৫টি ওয়ানডে ১১টিতে জিতেছে বাংলাদেশ। ২২ টি-টুয়েন্টি ম্যাচ খেলে জয় ১২ ম্যাচে। যদিও ডমিঙ্গো দায়িত্ব নেওয়ার পর ১০ টেস্ট খেলে ৭টিতেই হেরেছে বাংলাদেশ দল।
Discussion about this post