একসঙ্গে দুই প্রাপ্তি। যাকে বলে দ্বিগুণ আনন্দ মেহেদী হাসান মিরাজের। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এদিনই অনন্য অর্জনে যুক্ত হলো মিরাজের নাম!
এটি তার টেস্ট ক্যারিয়ায়ের ৫০তম ম্যাচ। আবার এই ম্যাচ দিয়েই টেস্টে নেতৃত্বের অভিষেক হয়েছে তার। দলে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেই। এই সুযোগেই ক্যাপ্টেন বনে গেলেন মিরাজ।
নিজের মাইলফলকের ম্যাচে দলকে নেতৃত্ব দিলেন এই অলরাউন্ডার মিরাজ। ৫০তম টেস্ট নিয়ে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে মিরাজ বলেন, ‘খুবই ভালো লাগছে। এটা দেশের জন্য, আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় দেশের জন্য ৫০টা টেস্ট খেলা অনেক বড় প্রাপ্তি। এখন এটা যেন স্মরণীয় করতে পারি, সেটাই আমার লক্ষ্য।’
সেই ২০১৬ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় মিরাজের। এরপর মোহাম্মদ রফিক ও সাকিবের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে এক হাজার রান ও ১০০ উইকেটের কৃতিত্ব অর্জন করেন তিনি।
তিনি আট বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৯টি ম্যাচ খেলেছেন। ৮৯ ইনিংসে ব্যাট হাতে রান করেন ১৮০৬। সেঞ্চুরি একটি, হাফসেঞ্চুরি ৯টি। টেস্টে শিকার করেছেন ১৮৫ উইকেট।
Discussion about this post