ক্রিকবিডি২৪.কম ডেস্ক:
ফুটবল তার প্রাণ। ক্যারিয়ারে যতোদিনই মাঠে ছিলেন পুরোটা দিয়ে লড়েছেন। জয়ে বাধভাঙ্গা আনন্দে মেতেছেন। আবার ব্যর্থতায় কেঁদেছেন ঠিক শিশুর মতো। তিনি ডিয়োগো ম্যারাডোনা। সর্বকালের সেরা ফুটবলারের অন্যতম। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী এই মহা তারকা মঙ্গলবার মাঠে বসে দেখলেন লিওনেল মেসিদের খেলা। নাইজেরিয়ার বিপক্ষে জয় ছুঁয়ে গিয়েছিল তাকে। ৫৮ বছর বয়সী এই কিংবদন্তি কিছুটা আবেগীও যেন হয়ে উঠেন!
সেন্ট পিটার্সবার্গে মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে যেতেই একেবারে ২১ বছর বয়সী তরুনের মতো উচ্ছসিত হয়ে উঠেন। নিজ দেশ যে কঠিন সমীকরণের মুখে দাঁড়িয়ে এগিয়ে গেল। আবার ডি বক্সে গনজালো হিগুয়াইন গোলের সহজ সুযোগ মিসের পর উত্তেজিত হয়ে উঠেন ম্যারােডানা। শেষ পর্যন্ত মার্কাস রোহো ৮৫ মিনিটে জয়সূচক গোলটি করতেই তাকে আর আটকানো যায়নি।
আর্জেন্টিনার সেই জয়ের পরই অতিরিক্তদ উচ্ছ্বসিত ম্যারােডানা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্টেডিয়ামেই তাকে চিকিৎসা দিয়েছেন ডাক্তাররা। তারপর আর্জেন্টাইন ফুটবল ইশ্বরকে নিয়ে যাওয়া হয় সেন্ট পিটার্সবার্গের হাসপাতালে। যদিও বুধবারই তাকে মস্কোগামী প্রাইভেট জেটে উঠতে দেখেছেন অনেকে।
জানা গেছে গোলের পর হাইপ্রেশার ভুেগেছেন ম্যারাডোনা। এরপর একজনের সাহায্য নিয়ে স্টেডিয়াম থেকে একটি ঘরে প্রবেশ করেন অসুস্থ এই সাবেক ফুটবল তারকা। তাকে নেওয়া হয় হাসপাতালে। এখন অবশ্য ডাক্তাররা জানিয়েছেন, শঙ্কার কিছু নেই। ভাল আছেন ম্যারাডোনা। নকআউটে আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সের ম্যাচটাও গ্যালারিতে বসে দেখতে চান তিনি!
 
			 
                                








Discussion about this post