ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
এখনো ইনজুরি কাটিয়ে উঠতে পারেন নি মুস্তাফিজুর রহমান। চিকিৎসকদের পরামর্শ মেনে পরিশ্রম করে যাচ্ছেন। ফিটনেস সার্টিফিকেট পাননি বলে খেলা হয়নি আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে। এরপর ছিটকে গেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও। পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন কাটার মাস্টার। তবে ফিটনেস ফিরে পাওয়ার পথে আছেন বাঁহাতি এই পেসার। বিসিবি’র চিকিৎসক দেবাশীষ চৌধুরী এই সুখবর দিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের আগে তাই বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একটি চারদিনের ম্যাচে তাকে মাঠে নামাতে চাইছেন নির্বাচকরা।
এবারো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ইনজুরি নিয়ে ফিরেছেন মুস্তাফিজ। তারপর থেকেই মাঠের বাইরে তিনি। দুটো সিরিজে দর্শক হয়েই থাকতে হয়েছে তাকে। এ অবস্থায় তাকে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে চাইছে টিম ম্যানেজম্যান্ট। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৩ ম্যাচের আনঅফিসিয়াল টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ ‘এ’। চট্টগ্রামে এখন প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। পরের দুই ম্যাচের একটিতে হয়তো খেলানো হতে পারে মুস্তাফিজকে।
ম্যাচটা কি মুস্তাফিজের জন্য ঝুঁকি হয়ে যাবে? এমন প্রশ্নের মুখে নির্বাচক হাবিবুল বাশার বলছিলেন, ‘ঝুঁকির ব্যাপার তো সব ম্যাচেই থাকে। তাই বলে ম্যাচ না খেললে তো চলবে না। চারদিনের ম্যাচ হলেও ওর ওয়ার্কলোড সেভাবেই ম্যানেজ করা হবে। ম্যাচ খেলাটা ওর জন্যই ভালো হবে। আমরা মুস্তাফিজকে দেখতে পারব। ও নিজেও নিজের অবস্থা ভালো ভাবে বুঝতে পারবে। এখানে ম্যাচ না খেলতে পারলেও ওয়ানডে দলে ও থাকবে। তবে ম্যাচ খেলে গেলে ওর জন্যই ভালো হবে। পুরো ফিট হলে, নিশ্চিত হয়েই ওকে এখানে খেলানো হবে।’
ওয়ানডে দলের বাকি সদস্য টেস্ট দলে নেই তারা ১৪ জুলাই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। ২২ জুলাই শুরু মাশরাফি বিন মর্তুজাদের তিন ম্যাচের ওয়ানডে লড়াই। এর আগেই দল খেলবে ক্যারিবীয়দের সঙ্গে ২ টেস্টের সিরিজ।
Discussion about this post